ভারত

ভারতে আনলক - থ্রি শুরু হচ্ছে, রবিবার করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক পঞ্চাশ হাজার ছাড়ালো, মোদি আজ বৈঠকে

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২৭ জুলাই ২০২০, সোমবার, ১০:১৫ পূর্বাহ্ন

ভারতে রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন পঞ্চাশ হাজার তিনশো বাষট্টি জন৷ মোট আক্রান্তের সংখ্যা তেরো লক্ষ পঁচাশি হাজার পাঁচশো বাইশ ৷ মৃত মোট বত্রিশ হাজার তেষট্টি জন ৷ বাংলায় রবিবার আক্রান্ত হয়েছেন একহাজার তিনশো বারো, মৃত চল্লিশ ৷ এই অবস্থায় দেশে পহেলা অগাস্ট থেকে শুরু হচ্ছে আনলক - থ্রি পর্ব ৷ জানা গেছে এই পর্বে ট্রেন বা মেট্রো খোলার কোনও পরিকল্পনা না থাকলেও পহেলা অগাস্ট থেকে খুলে দেয়া হতে পারে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স ৷ খুলতে পারে জিম এর দরজাও৷ সিনেমা হল ও মাল্টিপ্লেক্স এর মালিকরা পঞ্চাশ শতাংশ টিকিট বিক্রি করতে চেয়েছিলেন ৷ সরকার সম্ভবত পঁচিশ শতাংশের অনুমতি দিচ্ছে ৷ এই অবস্থায় আনলক -থ্রি শুরু হওয়ার আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন ৷ মোদি আবার লকডাউন এর পথে যাবেন বলে তথ্যাভিজ্ঞ মহল মনে করছে না ৷ বরং করোনা মোকাবিলায় রাজ্যগুলোকে আরও ক্ষমতা দেয়া হতে পারে৷ যেমন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সিনেমা হল খোলার অনুমতি দিলেও রাজ্যের হাতে ক্ষমতা থাকবে সেই নির্দেশ পালন করা কিংবা না করার৷ করোনা ভ্যাকসিন সম্পর্কে কিছু উল্লেখযোগ্য বার্তাও মোদি এই বৈঠকে দিতে পারেন ৷ এদিনই ভার্চুয়ালি দেশের তিনপ্রান্তে প্রধানমন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর তিনটি সর্বাধুনিক করোনা প্রতিরোধকারী ল্যাব এর উদ্বোধন করবেন, যার একটি কলকাতায় ৷ গোটা দেশ এখন মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে তাকিয়ে ৷ এই বৈঠকে কি হয় নজর সবার সেই দিকে ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status