বিনোদন

শ্বাসকষ্ট কমেছে পপির

স্টাফ রিপোর্টার

২৫ জুলাই ২০২০, শনিবার, ৬:১৫ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত চিত্রনায়িকা পপির শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। শ্বাসকষ্ট কমেছে তার। শনিবার দুপুরে এমনটাই জানিয়েছেন পপি। তিনি বলেন, আগের চেয়ে ভালো অনুভব করছি। শ্বাসকষ্টের তীব্রতা কমে গেছে। আমার খাওয়াদাওয়া করতে অসুবিধা হচ্ছে না। তবে শরীর প্রচ- দুর্বল হয়ে গেছে। পারিবারিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি।
এর আগে, শুক্রবার করোনা আক্রান্ত হওয়ার খবরটি খুলনা থেকে মুঠোফোনে গণমাধ্যমকে নিজেই জানান তিনি। পপি বলেন, বেশ কিছুদিন থেকে শরীরে জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর দুর্বল হওয়ায় কিছুই ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট বেড়ে গেলে আমাকে পরিবারের লোকেরা করোনার নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। করোনার নমুনা দেওয়ার পর গেল বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।
বাংলাদেশে করোনা  সংক্রমণের আগেই পপি বেড়াতে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। নিজের সামর্থের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন।
পপির পরিবার জানায়, দিন ছাড়া রাতেও পপি শহরের রাস্তার মানুষদের সাহায্য দিতেন। মানুষকে সহযোগিতা করতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন।
লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন চিত্রনায়িকা পপি। এরপর ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status