বিনোদন

অমিতাভের করোনা নেগেটিভের খবর মিথ্যা

বিনোদন ডেস্ক

২৪ জুলাই ২০২০, শুক্রবার, ১১:১৭ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন বর্তমানে মুম্বইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল ভারতের একাধিক গণমাধ্যম খবরে জানায়, তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন খোদ বিগ বি।
এনডিটিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী অভিনেতা নিজেই টুইটার হ্যান্ডেলে টাইমস নাউ-এর সংবাদের লিংক শেয়ার করে খবরটিকে ‘মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন।
শুধু টাইমস নাউ নয়, হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজ ১৮-ও অমিতাভ বচ্চনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এ খবর উড়িয়ে দিয়েছেন বিগ বচ্চন।
অমিতাভ বচ্চন ও ৪৪ বছর বয়সী অভিষেক বচ্চন গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ননবতী হাসপাতালে ভর্তি হন। এরপর খবর আসে, অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্যাও করোনায় আক্রান্ত। গত শুক্রবার (১৭ জুলাই) তাঁরা একই হাসপাতালে ভর্তি হন। তবে অমিতাভপত্নী জয়া বচ্চনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
বলিউডের বেশ কয়েক জন তারকার গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আমির খান, করণ জোহর, বনি কাপুর ও সারা আলি খানের কর্মীর করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। নিরাপত্তা প্রহরী করোনায় আক্রান্ত হওয়ার পর রেখার বাংলো সিল করেছে বিএমসি। বেশ কয়েক জন টেলিভিশন অভিনেতার করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status