বিনোদন

কোয়ারেন্টিনে যেমন ছিলেন মেহজাবিন

স্টাফ রিপোর্টার

২২ জুলাই ২০২০, বুধবার, ৭:৪১ পূর্বাহ্ন

করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে ঘরবন্দি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পরিস্থিতি স্বাভাবিক না হলেও স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হয় গত মাস থেকে। সে অনুযায়ী শুটিংয়ে ফিরেছিলেন মেহজাবিন। ঈদকে সামনে রেখে একটি নাটকে কাজও শুরু করেন তিনি। কিন্তু তাতেই বিপত্তি। যে নাটকের কাজ শুরু করলেন সেই ইউনিটের একজন করোনায় আক্রান্ত। এ খবরে নাটকের শুটিং বাতিল। সেই সঙ্গে কোয়ারেন্টিনে চলে গেলেন মেহজাবিন। ১০ই জুলাই কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। স্বস্তির খবর করোনায় আক্রান্ত হননি এই লাক্স-চ্যানেল আই সুপারস্টার। ভয় কাটলেও খুব একটা ভালো নেই তিনি। কোয়ারেন্টিনে একাকি  কেটেছে তার জীবন।  মেহজাবিন জানান, খুবই বাজেভাবে কেটেছে সময়। করোনার কারণে শুটিংয়ে যাওয়া লাগতো না। পরিবারের সবার সঙ্গে কথা বলতে পারতেন। সময় কাটাতে পারতেন। এক টেবিলে বসে একসঙ্গে খাওয়া-দাওয়া হতো। এখন তো দরজা বন্ধ করে একলা একরুমে থাকতে হয়েছে। একই বাসায় থেকে পরিবারের কারও সঙ্গে দেখা করা যাচ্ছে না। দরজার বাইরে খাবার রেখে দেয়া হয়েছে। সেই খাবার নিয়ে নিজের ঘরে একা বসে খেতে হয়েছে।  মেহজাবিনের ভাষ্য, কী যে এক যন্ত্রণা, বলে বোঝানো যাবে না।  একলা ঘরে মোটেও মন বসেনি এ অভিনেত্রীর। তাই বসে বসে অনলাইনে কাজ করেছেন। নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু ভিডিও বানিয়েছেন তিনি। এরই মধ্যে তিনটি ভিডিওর কাজ শেষ হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে মেহজাবিন অভিনীত ‘কেন?’, ‘তোমায় নিয়ে’, ‘অপরূপা’সহ কয়েকটি নাটকে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে। এগুলো করোনা সংক্রমণের আগেই নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status