খেলা

১০ জনের ওসাসুনার কাছে ঘরের মাঠে হার বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই ২০২০, শুক্রবার, ৬:৫৭ পূর্বাহ্ন

লা লিগা জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল বার্সেলোনার। বৃহস্পতিবার ঘরের মাঠে মৌসুমের শেষ লীগ ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। দশ জনের ওসাসুনার কাছে কাতালানরা অপ্রত্যাশিতভাবে হেরে গেল ২-১ গোলে, তাও আবার শেষ মুহূর্তে গোল খেয়ে। লা লিগায় ন্যু ক্যাম্পে শেষটা হলো ভুলে যাওয়ার মতো। ২০১৯-২০ লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনার এটা প্রথম পরাজয়।

পুরো ম্যাচে মেসিদের শরীরী ভাষা ছিল নেতিবাচক। ক্লান্ত বার্সেলোনার ফুটবলারদের পা যেন চলছিল না। সে সুযোগে বার্সেলোনাকে চেপে ধরে ওসাসুনা। ষোড়শ মিনিটে ডান পায়ের ভলিতে বক্সের ভেতর থেকে গোল করে ওসাসুনাকে এগিয়ে দেন হোসে আরনাইজ। ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালিয়েছে বার্সেলোনাও। প্রথমার্ধে মেসির ফ্রিকিক লাগে পোস্টে। বিরতির আগে ৭টি শট নিয়ে গোলের দেখা পায়নি কাতালানরা।

৬২তম মিনিটে বার্সেলোনা পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ম্যাচে চতুর্থবার নেয়া ফ্রিকিকে জালের দেখা পান মেসি। চলতি আসরে আর্জেন্টাইন তারকার এটি ২৩তম গোল। এই মৌসুমে পাঁচবার সরাসরি ফ্রিকিক থেকে গোল করলেন মেসি, ইউরোপের শীর্ষ লীগে আর কারও এই কীর্তি নেই। গোলের পর মেসির উদযাপন অবশ্য বলছিল আগের ফ্রিকিকগুলো জালে না ঢুকায় কতটা হতাশ ছিলেন।

৭৮ মিনিটে বার্সার ক্লেমেন্ত লংলেকে কনুই মেরে লাল কার্ড দেখেন ওসাসুনার এনরিক গ্যালেগো। কিন্তু দশজনের ওসাসুনাকে চেপে ধরতে গিয়ে উলটো বার্সা যোগ করা সময়ে খেয়ে বসে গোল। প্রথমটির মতো এবারও পিকেদের ভুলের মাশুল দিতে হয়েছে। নিজেদের অর্ধে বল হারিয়ে ফেলার পর গোল দিয়েছেন রবার্তো তোরেস। শেষ পর্যন্ত নিজেদের মাঠে ২-১ গোলে হেরেই মাথা নিচু করে ফিরতে হয়েছে মেসিদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status