খেলা

করোনাকালে ভিন্নভাবে অনুষ্ঠিত হবে ভারোত্তোলন ও কারাতে

স্পোর্টস রিপোর্টার

১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:১২ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের থাবায় দেশের ক্রীড়াঙ্গনের সব খেলাই বন্ধ। তবে পরিস্থিতি বিবেচনা করে কোনো কোনো ফেডারেশন প্রস্তুতি নিচ্ছে মাঠে খেলা ফেরানোর। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যাম্প শুরুর ঘোষণা দিয়েছে আরচারি ফেডারেশন। অনলাইন অলিম্পিয়াডে খেলার প্রস্তুতি নিচ্ছে দাবা। আগামী ২২শে জুলাই ভার্চুয়াল বোর্ডে বসবেন বাংলাদেশের ১২ দাবাড়ু। এবার অনলাইনে ‘জাতীয় ক্লাব কম্পিটিশন’ করতে চাইছে ভারোত্তোলন ফেডারেশন। চলতি মাসে জাতীয় উশু জাজেস কোর্সের পর আগষ্টে হচ্ছে তায়কোয়ান্ডো আর  কারাতের অনলাইন প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা চলছে।
এবারের ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতাটি একটু ভিন্নভাবে করার ইচ্ছা ফেডারেশনের। আগে এক ভেন্যুতে সারাদেশের প্রতিযোগীরা অংশ নিতেন, এবার তা হচ্ছে না। করোনার কারণে এবার যার যার ভেন্যুতে প্রতিযোগীরা সংশ্লিষ্ট ইভেন্টে অংশ নেবেন। তারপর স্থানীয় জাজ বা কোচেরা সেই ফল ফেডারেশনে পাঠিয়ে দেবেন। ফেডারেশনের বিচারকরা তখন বিজয়ীদের নাম ঘোষণা করবেন। তবে সবকিছুই হবে সামাজিক দূরত্ব মেনে। টুর্নামেন্টটি নিয়ে ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘করোনার কারণে অনেকদিন ধরে খেলা নেই। ভারোত্তোলকরা যেন খেলার মধ্যে থাকে, তাই আমরা ক্লাবদের নিয়ে প্রতিযোগিতা করবো। এবার প্রতিযোগিতায় ঢাকার বাইরের ক্লাবরাই থাকবে। যে সকল ভারোত্তোলক সার্ভিসেস কিংবা অন্য কোথাও চাকরি করছে না, তারাই খেলবে। তাদের নিয়েই প্রতিযোগিতা করবো। করোনা পরিস্থিতিতে সব ধরনের গাইডলাইন মেনে হবে এই প্রতিযোগিতা।’ ১৩ জেলার ১৬ ক্লাবের ২০১ জন ভারোত্তোলক অংশ নেয়ার কথা রয়েছে জাতীয় ক্লাব প্রতিযোগিতায়। বিজয়ীদের আর্থিক পুরস্কারও দেবে ফেডারেশন। এদিকে অনলাইন প্রতিযোগিতা সামনে রেখে প্রস্তুত হচ্ছেন কারাতেকারাও। আগামী মাসে কাতা একক ইভেন্ট করার কথা ভাবছে কারাতে ফেডারেশন। সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু বলেন, ‘আমরা অনলাইনে কাতা ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করবো। তবে কাউকে জোর করা হবে না। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা তাদের ডেমোনেষ্ট্রেশন ভিডিওতে রেকর্ডিং করে পাঠিয়ে দেবে। এর ওপরে জাজমেন্ট করে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।’ আগষ্টে অনলাইনে পুমসে ডিসিপ্লিনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান তায়কোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এ বিষয়ে তিনি বলেন, ‘তায়কোয়ান্ডোর মধ্যে পুমসে খেলাটিই সামাজিক দূরত্ব মেনে করা সম্ভব। এখানে খেলোয়াড়রা নিজেদের একক পারফরম্যান্স দেখাতে পারেন। তাই আমরা আগষ্টেই পুমসে প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে সবই হবে অনলাইনে। সভাপতি কাজী মোর্শেদ কামালের সঙ্গে আমার কথা হয়েছে। ছেলে মেয়েরাও প্রস্তুতি নিচ্ছে ঘরোয়াভাবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status