বাংলারজমিন

হিজলায় ১৪৪ ধারা

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

১১ জুলাই ২০২০, শনিবার, ১০:৪২ পূর্বাহ্ন

হিজলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও সংসদ সদস্য গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন আজ সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করে।
জানা গেছে, বরিশালের হিজলা উপজেলা থেকে ৪ মৌজা কেটে মেহেন্দিগঞ্জ উপজেলার সাথে সম্পৃক্ত করার প্রতিবাদে এবং মেঘনার কড়াল গ্রাসের ভাঙ্গন থেকে রক্ষা করার দাবীতে উপজেলার এক থেকে দেড়শত গজের মধ্যে উপজেলা আওয়ামী লীগ এবং  বর্তমান সংসদ সদস্য গ্রুপ একই সময়ে পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এ নিয়ে সকাল থেকে উত্তেজনা ছড়াতে থাকে। এলাকাল শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করে সকল অনুষ্ঠান বন্ধ ঘোষনা করে।
আজ শনিবার (১১ই) জুলাই সন্ধ্যা ৭টায় উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র কবিরাজ এ আদেশ জারী করেন।
জানা গেছে, আগামীকাল রোববার (১২ই) জুলাই সকাল ১০ টায় হিজলা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড, আফজালুল করীম, উপজেলা আওয়ামী লীগ সদস্য মইনুদ্দিন চিসতি সহ দলীয় নেতা কর্মীরা উপজেলা পরিষদ মাঠে কর্মসূচি পালনের আয়োজন করে।

একই দাবীতে সংসদ সদস্য পঙ্কজ দেব নাথ সমর্থিত উপজেলা চেয়ারম্যান বেলায়েত ঢালি, বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপজেলার বাসস্টান্ড বঙ্গবন্ধু ম্যুরালের নিকট মানববন্ধন সমাবেশের আয়োজন করে।

এক থেকে দেড়’শ গজের মধ্যে উপজেলায় সরকার দলীয় দুটি গ্রুপ পৃথকভাবে কর্মসূচির আয়োজন করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করার মাধ্যমে দুটি দলের কর্মসূচি বন্ধ করার জন্য আইন জারী করা হয়েছে।

এব্যাপারে হিজলা উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার বিপুল চন্দ্র কবিরাজ বলেন বর্তমান করোনায় সামাজিক দুরত্বতা বজায় না থাকার সম্ভবনা ও করোনা সংক্রম প্রতিরোধ সহ  দুটি গ্রুপ একাই সময় একইস্থানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ শান্ত রাখার জন্য ১৪৪ ধারার এই জারী করতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status