অনলাইন

রোয়াংছড়িতে সেনা টহল লক্ষ্য করে জেএসএস-এর গুলিবর্ষণ, নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

২০২০-০৭-১১

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অংগাইপাড়া নামক স্থানে সেনা টহলে গুলি চালিয়েছে চাঁদাবাজ জেএসএস (মূল) সন্ত্রাসীরা। তাদের অবস্থান জানতে পেরে আজ সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় সেনাবাহিনীর তিনটি টহল দল অবস্থান নিলে এ ঘটনা ঘটে।

জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ের পশ্চিম দিক থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করে এবং ওই এলাকায় অনুসন্ধান চালায়। অনুসন্ধানের এক পর্যায়ে স্থানীয় একজন নারী এবং ৪ বছরের একটি শিশুকে আহত অবস্থায় দেখতে পায়।

আহত নারী ও শিশুটিকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে রওনা দিলে পথিমধ্যে আহত নারীটি মারা যান। মৃতদেহ এবং আহত শিশুটি রোয়াংছড়ি সদর হাসপাতালে রয়েছে।

উল্লেখ্য যে, অংগাইপাড়া অরণ্য সমৃদ্ধ ও পাহাড়ি গহীন এলাকা হওয়ায় সন্ত্রাসীরা সহজেই আত্মগোপন করে। তবে বর্তমানে অংগাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা গত ৭ই জুলাই বাঘমারা এলাকায় ৬ জন হত্যা ও ৩ জন আহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status