বাংলারজমিন

শ্রমিক খুনের ঘটনায় শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১১ জুলাই ২০২০, শনিবার, ৩:৫০ পূর্বাহ্ন

সিলেট জেলা ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইকবাল রিপন খুনের ঘটনায় রাত থেকে সিলেটে শ্রমিক বিক্ষোভ চলছে। সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল, হুমায়ূন চত্বর সহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে যান চলাচলও বন্ধ করে দিয়েছে। এদিকে- খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতার উপর হামলা চালিয়ে খুন করে অজ্ঞাত ঘাতকরা। এ ঘটনার পর শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। মধ্যরাত পর্যন্ত শ্রমিক বিক্ষোভের পর সকাল থেকে তারা আবার নগরের প্রবেশ মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এদিকে- দুপুরে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নেতারা সভা করে খুনীদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা বলেছে- খুনীদের গ্রেপ্তার না করলে তারা আন্দোলন অব্যাহত রাখবে। এদিকে- মহানগর পুলিশ জানিয়েছে- খুনের ঘটনায় ইতিমধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status