তথ্য প্রযুক্তি

১১টি ক্ষতিকারক ও ভয়ানক অ্যাপ নিষিদ্ধ করল গুগল

অনলাইন ডেস্ক

১০ জুলাই ২০২০, শুক্রবার, ১:২৯ পূর্বাহ্ন

প্লে স্টোরে ১১টি অ্যাপ নিষিদ্ধ করলো গুগল। ইতিমধ্যে সরিয়েও ফেলেছে। জানা গেছে এই অ্যাপগুলোর মধ্যে নাকি ভয়ানক ও মালওয়্যার জোকার ছিল। ব্যবহারকারীদেরকে ঝুঁকিপূর্ণ রাখতেই এগুলো সরানো হয়েছে। ২০১৭ সাল থেকে এই অ্যাপগুলোর ওপর নজর রাখছিল গুগল।
চেক পয়েন্ট রিসার্চাররা জোকার ম্যালওয়্যারের একটি নতুন সংস্করণ খুঁজে পেয়েছেন। এই সংস্করণ এমনই যে অনেক বৈধ অ্যাপের মধ্যেও নাকি ঢুকে গেছে। হ্যাকাররা গুগল প্লে’র প্রতিরোধ ক্ষমতাকে ভেঙ্গে অ্যাপের মধ্যে এই জোকার ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়েছিল। যখনই কেউ এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন স্বয়ংক্রিয়ভাবে এগুলো ব্যবহারকারীর ফোনে ইনস্টল হয়ে যেত।
গুগল প্লে’র ১১ টি অ্যাপে এই ম্যালওয়্যার পাওয়া গেছে। তবে গুগল ডিলিট করে দিয়েছে এগুলো।

com.imagecompress.android
com.contact.withme.texts
com.hmvoice.friendsms
com.relax.relaxation.androidsms
com.cheery.message.sendsms
com.peason.lovinglovemessage
com.file.recovefiles
com.LPlocker.lockapps
com.remindme.alram
com.training.memorygame
চেক পয়েন্ট জানিয়েছে যে গুগলের সিকিউরিটি ফিচার থাকলেও জোকার ম্যালওয়্যার ধরা বা খুঁজে পাওয়া বেশ কঠিন। একারণে ফের ফিরে আসতে পারে এই ম্যালওয়্যার। তাই সাবধান থাকতে হবে ফোন ব্যবহারকারীদেরকেও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status