বিনোদন

ছক ভাঙলেন জাহ্নবী

বিনোদন ডেস্ক

১০ জুলাই ২০২০, শুক্রবার, ৭:০৭ পূর্বাহ্ন

গ্ল্যামার দুনিয়াকেই পেশার জায়গা হিসেবে বেছে নিয়েছেন জাহ্নবী কাপুর। কিন্তু ইমেজ ধরে রেখেছেন একেবারে পাশের বাড়ির মেয়ের। ইভেন্ট, অ্যাওয়ার্ড ফাংশন, পার্টি, যেখানে যেমনটা দরকার, মেজাজের সঙ্গে মানানসই পোশাক পরে নেন জাহ্নবী। এখন তো দেখারই যুগ! তার ওপর গ্ল্যামার জগতের উঠতি নায়িকা বলে কথা। ঠাটে বাঁটে থাকা তাকেই মানায়। বাকি গ্ল্যামার কুইনদের মতো হাই হিল পরে ঠক ঠক আওয়াজ তুলে গাড়ির শোরুমের ফিতে কাটতে আসবেন তিনি, মানিয়ে যাবে দিব্যি। দেশের সব কাগজের পেজ থ্রিতে পরের দিনের তার বড় ছবি ছাপা হবে, ঠিক এরকম সব কিছুর জন্য মঞ্চ তৈরি ছিল। কিন্তু ছক ভাঙলেন জাহ্নবী। খামোখা ঠাট বাটে বিশ্বাস করেন না তিনি। এক একটা পোশাক এক এক ইভেন্টে পরলেই পুরনো, এই ধ্যানধারণাতেই বিশ্বাসী বি-টাউনের সেলেবরা। কিন্তু শ্রীদেবী কন্যা ব্যতিক্রম। ইউথ আইকন হয়েও সে অনায়াসে নিজের সাক্ষাৎকারে বললেন, এক একটা
পোশাক এক এক বারই পরবো? এতটাও বড়লোক নই! স্টিরিওটাইপ ভাঙা নিয়ে আজকাল প্রায়শই নানা কথা চর্চায় থাকে। সেই হিসেবে জাহ্নবী কিন্তু স্টিরিওটাইপ ভেঙেছেন নিঃসন্দেহে। স্টারকিড বলে জীবনে লড়াই কম, এই অভিযোগ যেমন থাকে তাদের বিরুদ্ধে, তাহলে এও স্বীকার করে নিতে হবেই, ভাবমূর্তি ধরে রাখার চাপকে কিন্তু বুড়ো আঙুল দেখিয়েছেন এই তরুণী। দিব্যি পোশাক রিপিট করছেন। তিনি বলেন, আমি অযথা খরচাপাতিতে বিশ্বাসী না। আমার পরিবার এটা আমায় শেখায়নি। আমি ফ্যাশন সচেতন থাকবো। কিন্তু প্রতিদিনই আমাকে নতুন পোশাক পরতে হবে তা নয়। এটাকে অপচয় মনে করি আমি। তাছাড়া আমি যেমন, ঠিক নিজেকে তেমনভাবেই উপস্থাপন করতে পছন্দ করি। কোনো কিছুতে বাড়াবাড়ি আমার একদম পছন্দ নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status