বাংলারজমিন

কমলগঞ্জে ২৫২টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৪:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের কমিউনিটি এ্যাকশন টিমের উদ্যোগে স্থানীয় ভাবে অর্থ সংগ্রহ করে ২৫২ টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় গুড নেইবারস বাংলাদেশের একে বাংলা স্কুলমাঠ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গুড নেইবারস কমলগঞ্জ ঋনদান সমবায় সমিতি, জি এন বি স্টাফ, স্থানীয় দাতা ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের আর্থিক সহায়তার মাধ্যমে কমলগঞ্জের ৭নং আদমপুর ইউনিয়নের করোনা মহামারি সময়ে কর্মহীন অসহায় দরিদ্র ২৫২টি পরিবারের মাঝে এ খাদ্য ও হাইজেনিক পন্য বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল,১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু,১ কেজি লবন, ২টি সাবান ও মাস্ক।
খাদ্য সামগ্রী বিতরণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হেসেন, ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ, সিডিসি সভাপতি আব্দুল মতিন, গুড নেইবারস কমলগঞ্জ ঋনদান সমবায় সমিতির সভাপতি শুভাসিনী দেবী, সিডিপি ম্যানেজার রোমিও রতন গমেজ সহ গুড নেইবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status