বাংলারজমিন

পঞ্চগড়ে করোনায় গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:২৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে কুলসুম বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি পঞ্চগড় পৌর এলাকার রাজনগরের ইসমাইল হোসেন খোকনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কুলসুম বেগম দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কিডনি ডায়ালাসিস করানো হতো। গত ২৯শে জুন সর্বশেষ রংপুরে তার কিডনির ডায়ালাসিস করানো হয়। বুধবার তাকে রংপুরে নেয়ার কথা থাকলেও করোনা আক্রান্ত হওয়ায় রমেক কর্তৃপক্ষ ওই গৃহবধূর চিকিৎসা করাতে অপারগতা প্রকাশ করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অথবা অন্যত্র নেয়ার কথা বলেন। এ কারণে তাকে রংপুরে নেয়া সম্ভব না হলে সকালে তিনি মারা যান।
পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা জানান, দীর্ঘদিনের কিডনি রোগী কুলসুম বেগমের প্রায়শ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনির ডায়ালাসিস করানো হতো। তিনি তার ছেলের দ্বারা করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৮শে জুন তার ছেলের করোনা পজিটিভ আসে। পরে গত ২রা জুলাই কুলসুম বেগমের নমুনা সংগ্রহ করা হলে ৪ঠা জুলাই রিপোর্টে করোনা পজিটিভ আসে। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্য বিধি মেনে বিশেষ সতর্কতার সঙ্গে ওই গৃহবধূর দাফন সম্পন্ন করা হবে। এর আগে পঞ্চগড়ের করোনায় সদর উপজেলার মৌলভীপাড়ার ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা, দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ ও বোদা উপজেলার সাকোয়ায় ৬৪ বছর বয়সী সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status