বিনোদন

ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিভা অন্বেষন

স্টাফ রিপোর্টার

৮ জুলাই ২০২০, বুধবার, ২:৫৫ পূর্বাহ্ন

প্রতিষ্ঠার পর থেকেই কিংবদন্তি থেকে শুরু করে চলতি সময়ের তারকাদের গান প্রকাশ করে আসছে দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। পাশাপাশি মেধাবী নতুনদের নিয়ে কাজ করে যাচ্ছে নিয়মিত। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগীত প্রতিভাকে তুলে এনেছে। এতে করে একজন প্রতিভাবান যেমন নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন, সেই সঙ্গে দেশে সংগীতাঙ্গন পেয়েছে নতুন কণ্ঠশিল্পী।এবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে খুঁজছে সংগীত প্রতিভাদের।
আমাদের দেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে, যারা নিজে গান লিখে, নিজে সুর করে এবং নিজেই গায়। কিন্তু সুযোগের অভাবে নিজের সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। এই অলরাউন্ডারদের জন্য ধ্রুব মিউজিক স্টেশন আয়োজন করেছে ‘ধ্রুব মিউজিক আমার গান’। ২৫শে জুলাই পর্যন্ত যে কোনো মাধ্যমে গান রেকর্ড করে যে কেউ পাঠাতে পারবেন ধ্রুব মিউজিক স্টেশনের ঠিকানায়। সেখান থেকে জুরিবোর্ড প্রাথমিকভাবে সেরা ৩০ জনকে বাছাই করবেন। তাদের নিয়েই শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরা ৩ গান অবলম্বনে নির্মিত হবে নাটক।
আর সেরা দশ জনের ১০টি মৌলিক গান প্রযোজনা করবে ধ্রুব মিউজিক স্টেশন। আরও জানতে চোখ রাখতে হবে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে। প্রতিষ্ঠানটির কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, গত মার্চের প্রথম সপ্তাহে আমরা এ আয়োজন করার সিদ্ধান্ত নিই। এরই মধ্যে শুরু হলো করোনার ভয়াল থাবা। আমরাও আমাদের কার্যক্রম স্থগিত করলাম। এখন স্বাভাবিক কর্মকান্ডে ফিরতে শুরু করেছে মানুষ। তাই আবার শুরু করলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status