দেশ বিদেশ
ক রো না
ইন্দোনেশিয়ায় আক্রান্ত ১২৬৮ মৃত ৬৮
মানবজমিন ডেস্ক
২০২০-০৭-০৮
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় প্রাণ হারিয়েছেন আরো ৬৮ জন। নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৮ জন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আকমাদ ইউরিয়ান্তো টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।
নতুন হিসাব অনুসারে, ইন্দোনেশিয়ায় মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৬ হাজার ২২৬ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০০ জন ছাড়িয়েছে। এখন অবধি দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৭৮৫ জন করোনা রোগী।
নতুন হিসাব অনুসারে, ইন্দোনেশিয়ায় মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৬ হাজার ২২৬ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০০ জন ছাড়িয়েছে। এখন অবধি দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৭৮৫ জন করোনা রোগী।