খেলা

সৌরভ ও কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ

স্পোর্টস ডেস্ক

৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ৮:৩৮ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। সমস্যাটা তৈরি হয় সৌরভের একটি ইনস্টাগ্রাম পোস্টের পর। শনিবার পোস্ট করা ছবিতে তার গায়ে ‘জেএসডব্লিউ’ নামের একটি সিমেন্টে কোম্পানির টি-শার্ট দেখা যায়। তিনি কোম্পানির দূত। তবে জেএসডিব্লউ’র ব্যবস্থাপনা পরিচালক পার্থ জিন্দাল আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ব্যাপস্থাপনার সঙ্গে জড়িত। তাছাড়া জেএসডব্লিউ’র ক্রীড়া বিপণন বিভাগ দিল্লির স্পনসর। আর সৌরভ গত বছর দিল্লির পরামর্শকের দায়িত্বে ছিলেন। তিনি এখন বিসিসিআই সভাপতি। স্বাভাবিকভাবেই স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে।
তবে গত অক্টোবরেই দিল্লি ক্যাপিটালসের পরামর্শকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন সৌরভ। তার দাবি, অযথাই একটা সমস্যা তৈরির চেষ্টা করা হচ্ছে। বিষয়টি খোলাসা করার চেষ্টা করেছেন তিনি। সৌরভ বলেন, ‘এটা কীভাবে স্বার্থের সংঘাত হয় আমাকে বলুন! আমি জেএসডব্লিউ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নই। এই জেএসডব্লিউই দিল্লি ক্যাপিটালসের অংশীদার। ওই সিমেন্ট কোম্পানি দিল্লি ক্যাপিটালসের স্পনসরও নয়। এখানে স্বার্থ সংঘাতের কিছু নেই। এটা অযথা একটা সমস্যা তৈরি করা।’
এদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছেন একজন। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত এক মেইলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নৈতিকতা বিষয়ক কর্মকর্তা ডিকে জৈন, বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি ও প্রধান নির্বাহী রাহুল জোহরির উদ্দেশে কোহলির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, বিরাট কোহলি একই সঙ্গে তার ব্যক্তিগত অর্থায়নে প্রতিষ্ঠিত বিরাট কোহলি স্পোর্টসের পরিচালক ও সহযোগী প্রতিষ্ঠান কর্নারস্টোন স্পোর্টসের পরিচালক পদে আছেন। সঞ্জীব তার চিঠিতে লিখেছেন, ‘শ্রী বিরাট কোহলি একই সঙ্গে দুটি পদ দখল করে রেখেছেন, যা বিসিসিআইয়ের ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা অনুমোদিত আইনের বিরুদ্ধে যায়।’ সঞ্জীব এর আগে শচীন-দ্রাবিড়দের মতো ক্রিকেটারদের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন। তবে তার কোনো অভিযোগ ধোপে টেকেনি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status