অনলাইন

এমএ হক একজন মিতভাষী মানুষ ছিলেন

এমএস সেকিল চৌধুরী

৩ জুলাই ২০২০, শুক্রবার, ৭:৩৯ পূর্বাহ্ন

রাজনৈতিক অঙ্গণে হাসিমুখে সাধারণ মানুষের কথা শোনার মতো একজন রাজনীতিবিদ ছিলেন এমএ হক। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তার দল যখন ক্ষমতায় ছিল তখনও তাকে নরম সুরে কথা বলতে দেখেছি।

সামাজিক কাজে ২/১ বার যখন তার কাছে গিয়েছি, দেখেছি চারপাশে বহুলোক বিস্তর রাজনৈতিক কথাবার্তায় ব্যস্ত তবু তিনি অরাজনৈতিক দু'একটি কথা বলার সুযোগ দিয়েছেন, শুনেছেন। বিমানবন্দর ও বিমানের সিলেট-ঢাকা রুটে বহুবার দেখা হয়েছে। সর্বদাই তিনি হাসিমুখে এগিয়ে এসেছেন।

সিলেটের ব্যবসায়ী থেকেই তিনি রাজনীতিতে প্রবেশ করে রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন এবং একজন ধার্মিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এমন একজন ব্যক্তি শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা গেলেও সুন্দর ব্যবহারের জন্য তিনি সিলেটের মানুষের মাঝে বেঁচে থাকবেন চিরদিন। শোক জানাই, তার পরিবারের সদস্যদের প্রতি। প্রবাসীদের নানা সমস্যা মোকাবিলায় তার আন্তরিকতায় আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।

লেখক: চেয়ারপারসন, সেন্টার ফর এনআরবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status