অনলাইন

সাম্রাজ্যবাদের যুগ শেষ, বিকাশবাদই ভবিষ্যতঃ চীনকে মোদি

তারিক চয়ন

৩ জুলাই ২০২০, শুক্রবার, ৪:২৫ পূর্বাহ্ন

আজ হুট করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির হন গালওয়ান এর কাছে ভারত-চীন সীমান্তে। তার সাথে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনাপ্রধান এম এম নারাভানে। এরপর লেহ সফরে ভারতীয় জওয়ানদের উদ্দেশে ভাষণ দেন মোদি।

মোদির মূল বক্তব্য :

১) আপনারা এবং আপনাদের সহকর্মীরা যে বীরত্ব দেখিয়েছেন, তা বিশ্বের কাছে ভারতের শক্তি সম্বন্ধে বার্তা পৌঁছে দিয়েছে। আপনারা যেখানে মোতায়েন আছেন, তার থেকে আপনাদের সাহসিকতা আরো বেশি।

২) লেহ, লাদাখ থেকে সিয়াচেন, কার্গিল এবং গালওয়ানের বরফশীতল জল..প্রত্যেক পাহাড়, প্রত্যেক শৃঙ্গ ভারতীয় জওয়ানদের বীরত্ব দেখেছে।

৩) ১৪ কোরের সাহসিকতা এবং বীরত্ব নিয়ে সারা বিশ্বের মানুষ আলোচনা করবে। দেশের প্রতিটি বাড়িতে আপনাদের সাহসিকতা এবং বীরত্বের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

৪) শত্রুপক্ষ আপনাদের মধ্যে থাকা আগুন এবং আক্রোশ দেখেছে।

৫) বীরত্বই শান্তির পূর্ব শর্ত। দুর্বলরা শান্তি আনতে পারে না।

৬) আমার সামনে মহিলা জওয়ানদের দেখছি। সীমান্তের যুদ্ধক্ষেত্রে এই দৃশ্য অনুপ্রেরণামূলক। আজ আমি আপনাদের গরিমার বিষয়ে কথা বলব।

৭) আমরা সেই মানুষ, যারা বাঁশি বাজিয়ে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। কিন্তু আমরাই সেই মানুষ যারা কৃষ্ণের শ্রদ্ধা করি এবং সুদর্শন চক্রধারী সেই ভগবান কৃষ্ণকেও অনুসরণ করি।

৮) সাম্রাজ্যবাদের যুগ শেষ হয়ে গিয়েছে। এটা বিকাশবাদের যুগ। বিকাশবাদই ভবিষ্যত। অতীত সাক্ষী রয়েছে, সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস হয়ে গিয়েছে, নাহলে হার মেনেছে।

৯) রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময় দুই মায়ের কথা স্মরণ করি আমি। একজন হলেন - আমাদের সবার ভারতমাতা। আর অপর মা হলেন, সেইসব মায়েরা, যারা আপনাদের মতো বীর সন্তানদের জন্ম দিয়েছেন।

১০) আমরা কঠিন পরিস্থিতিতে জয়লাভ করে এসেছি এবং ভবিষ্যতেও জয়লাভ করতে থাকব।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status