খেলা

সাঙ্গাকারাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ লঙ্কান পুলিশের

স্পোর্টস ডেস্ক

৩ জুলাই ২০২০, শুক্রবার, ৯:৫২ পূর্বাহ্ন

গতকাল বৃহস্পতিবার পুলিশের জিজ্ঞাসাবাদের আগে তোলা ছবি

৯ বছর পর হঠাৎই গত মাসের শুরুতে শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে দাবি করেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পাতানো ছিল। ভারতের কাছে শিরোপা বিক্রি করেছিল শ্রীলঙ্কা এমন অভিযোগও করেন তিনি। লঙ্কান সাবেক মন্ত্রীর এমন মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে যায় ক্রিকেট বিশ্বে। শ্রীলঙ্কা ক্রিকেটও নড়েচড়ে বসে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে আসলেই এমন হয়েছে কিনা, সেটা জানতে তদন্ত শুরু করে লঙ্কান পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। তারই ফলস্বরূপ সে সময়কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে বৃহস্পতিবার (২রা জুলাই) প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যমগুলো।

সাঙ্গাকারার আগে ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ২০১১ বিশ্বকাপে খেলা ওপেনিং ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। ৩০শে জুন লঙ্কান পুলিশ তখনকার প্রধান নির্বাচক অরবিন্দর ডি সিলভাকে ৬ ঘন্টা জেরা করে তদন্তের স্বার্থে।

মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের ফাইনালে ৬ উইকেটে ভারতের কাছে হারে শ্রীলঙ্কা।মহিন্দানন্দ আলুথগামাগের ‘বিশ্বকাপ বিক্রির’ অভিযোগ শুরু থেকেই অস্বীকার আসছেন সে দলের ক্রিকেটাররা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status