বাংলারজমিন

সিলেটে আরো ৮৯ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৩ জুলাই ২০২০, শুক্রবার, ৯:১০ পূর্বাহ্ন

সিলেটে নতুন করে আরো ৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬০ জনই হচ্ছেন সিলেট জেলার বাসিন্দা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার পর এই রোগীরা শনাক্ত হন।
সিলেট ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সিলেটের ৩০ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ৩০ জন সিলেটের, ২৫ জন সুনামগঞ্জের। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত হলেন ৪ হাজার ৯৫০ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status