বাংলারজমিন

নবীগঞ্জে করোনা পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

৩ জুলাই ২০২০, শুক্রবার, ৮:১০ পূর্বাহ্ন

নবীগঞ্জে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সরজমিন পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন তিনি।  এ সময় করোনা আক্রান্ত ১টি পরিবারকে ৫ হাজার টাকার চেক এবং অস্বচ্ছল ব্যক্তিদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  বিশ্বজিত কুমার পাল, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদসহ চিকিৎসকবৃন্দ। মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশ অদৃশ্য মহামারী করোনা যুদ্ধে লিপ্ত রয়েছে।  স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দূরত্ব মেনে চলাই হচ্ছে ওই রোগ থেকে বেচে থাকার একমাত্র উপায়। করোনা মহামারীর চিকিৎসায় চিকিৎসকদের সচেষ্ট থাকার পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status