শিক্ষাঙ্গন

করোনায় ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ডুয়েট প্রতিনিধি

৮ জুন ২০২০, সোমবার, ৫:০৩ পূর্বাহ্ন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের  এমএসসি কোর্সের রফিকুল ইসলাম সুমন নামের এক শিক্ষার্থীর করোনা ও ফুসফুসের সমস্যাজনিত কারণে মৃত্যু হয়েছে। গতকাল রোববার আনুমানিক রাত ১০টার দিকে  তার মাদারীপুরে তার মৃত্যু হয়। রফিকুল ইসলাম সুমন ডুয়েটে পড়াশোনার পাশাপাশি  জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রোগামার হিসাবে কমর্রত ছিলেন।

তিনি করোনা উপসর্গ নিয়ে মাদারীপুরে একটি হাসপাতালে অক্সিজেন চেয়েও পাননি বলে জানা যায়।

এ ব্যাপারে ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ও ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান জানান, সুমন আমার আন্ডারে বিএসসির থিসিসের পর এমএসসি থিসিসের কাজও শেষ করে এনেছিল। এমএসসির ১ম ডিফেন্সও দিয়েছিল। কিছুটা কারেকশন করে ডিগ্রী নেওয়াটাই শুধু বাকী ছিল। ছেলাটা কিছুদিন আগে মাকে হারানোর সময় স্ত্রীর দূর্ঘটনায় প্রচন্ড মানসিক চাপে ছিল।আফসোস!! ওকে ডিগ্রীটা দিতে পারলাম না। হয়তো এই আফসোস আমার আজীবন থাকবে। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসীকরুক। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status