বিনোদন
অপেক্ষায় মৌ খান
স্টাফ রিপোর্টার
২০২০-০৬-০৮
মডেল হিসেবেই শোবিজে যাত্রা শুরু করেছিলেন মৌ খান। এর পর চলচ্চিত্রে অভিষেক হয় তার। গত বছর মুক্তি পায় তার অভিনীত ‘প্রতিশোধের আগুন’ ছবিটি। এখানে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন ঢালিউডের এই গ্ল্যামারগার্ল। তবে লকডাউনের কারণে সব ধরনের শুটিং বন্ধ থাকায় বাসাতেই থেকেছেন তিনি। একদমই বের হননি এই সময়ে। এ বিষয়ে মৌ খান বলেন, লকডাউনে বাসাতেই ছিলাম। এখনো আছি। কারণ পরিস্থিতি এখনো ভালো না। বের হওয়াটা রিস্কি। এখন বাসাতে পরিবারকে সময় দিচ্ছি। তাছাড়া নিয়মিত নামাজ পড়ছি। হালকা শরীরচর্চা করছি। ভালো থাকার চেষ্টা করছি। এদিকে করোনা পরিস্থিতির কারণে মৌ খানের একটি ছবিও আটকে গেছে। ছবির নাম ‘বান্ধব’। এটি ১০ই মার্চ মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে এর মুক্তি বাতিল হয়। এখানে এ নায়িকার বিপরীতে রয়েছেন সুমিত সেনগুপ্ত। অন্যদিকে ‘বাহাদুরি’ শীর্ষক ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে তার। এখানে তার নায়ক জায়েদ খান। মৌ খান মানবজমিনকে বলেন, করোনা পরিস্থিতির কারণে সব থমকে আছে। আসলে এই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত কাজে ফিরতে চাই না। অপেক্ষায় আছি এই খারাপ সময়টা কেটে যাবার। আর সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ এবং শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরি’ ছবি দুটি মুক্তি পাবে সামনে। এই দুটি ছবি নিয়ে আমি দারুণ আশাবাদী। কারণ নিজের শতভাগ দিয়েই কাজ দুটি করেছি। দর্শক পছন্দ করবে বলেই বিশ্বাস।