খেলা

টটেনহ্যামের একজন করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক

৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ১১:৪৭ পূর্বাহ্ন



ইংলিশ প্রিমিয়ার লীগের খেলা পুনরায় শুরু হচ্ছে আগামী ১৭ই জুন। ইতিমধ্যেই  শুরু হয়েছে দলগুলোর পূর্ণ অনুশীলন। মাঠে নামার প্রস্তুতির পাশাপাশি চলছে খেলোয়াড় ও স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা। সবশেষ পরীক্ষায় টটেনহ্যাম হটস্পারের একজনের শরীরে ধরা পড়েছে করোনা। বিষয়টি নিশ্চিত করেছে টটেনহ্যাম। যদিও আক্রান্ত ব্যক্তির নাম গোপন রেখেছে ইংলিশ ক্লাবটি। একই সঙ্গে শনাক্তকারীকে সাত দিনের আইসোলেশনে পাঠানোর কথা বিবৃতির মাধ্যমে জানিয়েছে টটেনহ্যাম।
সবশেষ রাউন্ডে ১ হাজার ১৯৭ জন খেলোয়াড় ও স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে, যেখানে মাত্র একজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে পাঁচ রাউন্ড মিলিয়ে হয়েছে ৫ হাজার ৭৯টি পরীক্ষা। টটেনহামের একজন যোগ হওয়ায় ‘পজিটিভি’ সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩-তে।
প্রিমিয়ার লীগের খেলোয়াড় ও স্টাফদের প্রতি সপ্তাহে দুবার করে করোনা পরীক্ষা করা হচ্ছে। চক্রাকারে এই পরীক্ষা চলতেই থাকবে লীগ শুরুর আগপর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status