করোনা আপডেট

কুমিল্লায় নতুন করে করোনা আক্রান্ত ৬৭ জন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

৩ জুন ২০২০, বুধবার, ৭:৩১ পূর্বাহ্ন

কুমিল্লায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে  ৬৭ জন এর মধ্যে  মহানগরীতেই ৪৮ জন আক্রান্ত হয়েছে। ফলে  সিটি কর্পোরেশনে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯০ জনে । করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩  জনে। মৃত্যু  হয়েছে ৩৫ জন হয়েছে।
 সিটি করপোরেশন এলাকায় ৪৮ জনের করোনা আক্রান্ত হয়েছে। সদর উপজেলায় আক্রান্ত  হয়েছেন ৪ জন।
শহরের শাসনগাছায় এক চিকিৎসকসহ ৬ জন, কান্দিরপাড়ের দুই জন, নেউরার চারজন, রাজাপাড়ার দুই জন, মধ্যম আশ্রাফপুরে দুইজন, দক্ষিণ চর্থার দুইজন, বজ্রপুরের একজন, পুলিশ লাইনের দুইজন, চকবাজারের একজন, যমুনা হাসপাতালের দুই জন, চাঁনপুরের তিনজন, শাকতলার একজন, কুচাইতলী রাজাপাড়ার একজন, শাসনগাছা উত্তরা আবাসিক এলাকার একজন, সদর হাসপাতালের একজন, অশোকতলার একজন, ঠাকুরপাড়ার একজনের করোনা আক্রান্ত  হয়েছে।
 সদর দক্ষিণ উপজেলায় রাজেষপুরে ২ জন, কালিকাপুরের ১ জন, কৃষ্ণপুরের একজনের করোনা আক্রান্ত  হয়েছে। এছাড়া লাকসামে ৭ জন, লালমাইয়ে ৪ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status