করোনা আপডেট

রাজধানীর যেসব এলাকা করোনার হটস্পট

স্টাফ রিপোর্টার

৩ জুন ২০২০, বুধবার, ১১:২৪ পূর্বাহ্ন

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রকট হচ্ছে। আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৭ শতাধিক। ফলে পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। হটস্পটেও পরিবর্তন আসছে। রাজধানীতে করোনা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। মহাখালী, যাত্রাবাড়ী ও মিরপুর সংক্রমেন দিক দিয়ে শীর্ষে রয়েছে।
সরকারের রোগতত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ প্রকাশিত তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
মহাখালীতে ৪০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত শীর্ষে । এদিকে মিরপুরে ৩৬৯ ও যাত্রাবাড়ীতে ৩৫৪ জনের এই ভাইরাস শনাক্ত হয়। এছাড়া মুহাম্মদপুরে ৩৩৯, মুগদায় ৩৩০, উত্তরায় ৩১৫, কাকরাইলে ২৯৯, মগবাজারে ২২৭, ধানমন্ডিতে ২২৭, রাজারবাগে ২১৫, তেজগাঁওয়ে ২১২, খিলগাঁওয়ে ১৮৮, লালবাগে ১৮১, বাড্ডায় ১৬৭, বাবুবাজারে ১৬১, মালিবাগে ১৪৪, রামপুরায় ১৪২, গুলশানে ১৩০, গেন্ডারিয়ায় ১২৩ ও বংশালে ১০৭ জন আক্রান্ত হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status