বাংলারজমিন

মৌলভীবাজার জেলার সেরা ১০টি স্কুল ও মাদ্রাসা

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে

২ জুন ২০২০, মঙ্গলবার, ৭:৪৭ পূর্বাহ্ন

জেলার ১৯০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭০ টি মাদ্রাসার মধ্যে জিপিএ ৫ এর ভিত্তিতে ২০২০ সালে ১০ টি স্কুল ও মাদ্রাসা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জেলা শিক্ষা অফিস কার্যালয়ের তথ্যানুযায়ী এবছরের সেরা ১০টি স্কুল হলো বি এ এফ শাহীন কলেজ কমলগঞ্জ। এবছর ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ১৩৯ জন। কৃতর্কায হয়েছেন ১৩৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ৮২ জন। ফলাফল শতভাগ। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়,মৌলভীবাজার সদর। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ২৩৭ জন। কৃতর্কায হয়েছেন ২৩৫ জন। জিপিএ ৫ পেয়েছেন ৭৪ জন। ফলাফল ৯৯.১৬ ভাগ।  রাজনগর আইডিয়েল হাই স্কুল রাজনগর। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ১১৭ জন। কৃতর্কায হয়েছেন ১১৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ৫২ জন। ফলাফল ৯৯.১৫ ভাগ। দি বাডস রেসি: মপেল স্কুল এন্ড  কলেজ শ্রীমঙ্গল। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ১১২ জন। কৃতর্কায হয়েছেন ১১০ জন। জিপিএ ৫ পেয়েছেন ৪৭ জন। ফলাফল ৯৮.২১ ভাগ। আলী আমজদ সরকারী উচ্চ বিদ্যালয়,মৌলভীবাজার সদর। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ২৪০ জন। কৃতর্কায হয়েছেন ২২৪ জন। জিপিএ ৫ পেয়েছেন ৪২ জন। ফলাফল ৯৩.৩৩ ভাগ। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়,কুলাউড়া। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ২৪৬ জন। কৃতর্কায হয়েছেন ২২৩ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৯ জন। ফলাফল ৯১.৩৯ ভাগ। আর কে লাইসিয়াম উচ্চ  বিদ্যালয় বড়লেখা। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ৬৯ জন। কৃতর্কায হয়েছেন ৬৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৭ জন। ফলাফল শতভাগ। নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়,কুলাউড়া। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ২৬৩ জন। কৃতর্কায হয়েছেন ২৩৪ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৭ জন। ফলাফল ৮৮.৯৭ ভাগ। দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল,মৌলভীবাজার সদর। ওই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ১০৬ জন। কৃতর্কায হয়েছেন ১০২ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৬ জন। ফলাফল ৯৬.২৩ ভাগ। শ্রীমঙ্গল  সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় । মোট পরীক্ষার্থী ছিলো ১১৫ জন। কৃতর্কায হয়েছেন ১০৮ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩৩ জন। ফলাফল ৯৩.৯১ ভাগ।
এদিকে জিপিএ ৫ এর ভিত্তিতে জেলার ১০টি সেরা মাদ্রাসা হলো ইটাউরী মহিলা দাখিল মাদ্রাসা বড়লেখা। মোট পরীক্ষার্থী ৩৩ জন। কৃতকার্য ৩২ জন।  জিপিএ ৫ পেয়েছেন ২ জন। পাশের হার ৯৬.৯৬ ভাগ। সুজাউল সিনিয়র মাদ্রাসা বড়লেখা। মোট পরীক্ষার্থী ২৭৬ জন। কৃতকার্য ২৩৩ জন।  জিপিএ ৫ পেয়েছেন ২ জন। পাশের হার ৮৪.৪২ ভাগ। সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা শ্রীমঙ্গল। মোট পরীক্ষার্থী ৩৭ জন। কৃতকার্য ৩৭  জন।  জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার শতভাগ। শ্রীপুর সিনিয়র মাদ্রাসা কুলাউড়া। মোট পরীক্ষার্থী ৩৯ জন। কৃতকার্য ৩৮ জন।  জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৯৭.৪৩ ভাগ। সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কমলগঞ্জ। মোট পরীক্ষার্থী ১০২ জন। কৃতকার্য ৮৮ জন।  জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৮৬.২৭ ভাগ। গণকিয়া দাখিল মাদ্রাসা কুলাউড়া। মোট পরীক্ষার্থী ৩৩ জন। কৃতকার্য ১৮ জন।  জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৫৪.৫৫ ভাগ। ফতেহপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা। মোট পরীক্ষার্থী ৪২ জন। কৃতকার্য ৪২ জন।  জিপিএ ৫ পেয়েছেন ০ জন। পাশের হার শতভাগ। ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা কুলাউড়া। মোট পরীক্ষার্থী ৪১ জন। কৃতকার্য ৪১ জন।  জিপিএ ৫ পেয়েছেন ২ জন। পাশের হার শতভাগ। ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা কুলাউড়া। মোট পরীক্ষার্থী ৩৩ জন। কৃতকার্য ৩৩ জন।  জিপিএ ৫ পেয়েছেন ০ জন। পাশের হার শতভাগ। গাজীপুর দাখিল মাদ্রাসা। মোট পরীক্ষার্থী ৩৩ জন। কৃতকার্য ৩৩ জন।  জিপিএ ৫ পেয়েছেন ০ জন। পাশের হার শতভাগ। মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদূদ ফলাফল নিয়ে মুঠোফোনে মানবজমিনকে জানান এবছর সিলেট শিক্ষাবোর্ডের মধ্যে কাছাকাছি দূরত্বে দ্বিতীয় সর্বচ্চো ৮০.৮৮ ভালো ফলাফল করেছে এজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status