কলকাতা কথকতা

কলকাতা কথকতা

গোটা ভারতের সঙ্গে ছন্দে ফিরেছে কলকাতা, রাস্তায় জ্যাম, মানুষের ভিড়

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা লকডাউন থেকে

২ জুন ২০২০, মঙ্গলবার, ১১:৪২ পূর্বাহ্ন

আনলক - ওয়ানের দ্বিতীয় দিনেই গোটা ভারতের সঙ্গে কলকাতা আবার ফিরেছে কলকাতায় ৷ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলকাতার রাস্তায় ঘুরে সেই পুরোনো ছবিই চোখে পড়লো ৷ কোথায় করোনা ভীতি? অফিস টাইমে অফিস যাওয়ার সেই তাড়াহুড়ো ৷ বেসরকারি বাস নেই ৷ সরকারি বাসে যতগুলো সিট তত যাত্রী তোলার নির্দেষনামা ঝুলছে ৷ কে শোনে কার কথা? বাসে গাদাগাদি ভিড় ৷ ট্রাফিক জ্যাম জমাট ৷ হর্ণ এর আওয়াজ ৷ বাজারে বাজারে ভিড় - সব মিলে কলকাতার সেই পুরোনো চেনা ছন্দ ৷ রাজ্যে কন্টেনমেন্ট জোন এর নিয়মও বদলে দেয়া হয়েছে ৷ যে বাড়িতে করোনা মিলবে সেই বাড়ি ও তার সংলগ্ন কিছুটা রাস্তা কন্টেনমেন্ট জোন বলে চিহ্নিত হবে ৷ আগের মতো গোটা পাড়াকে কন্টেনমেন্ট এর আওতায় আনা হবে না ৷ ফলত, মানুষ আরও বেপরোয়া হয়ে যাচ্ছে ৷ আনলক - ওয়ান এর দ্বিতীয় দিনে গোটা ভারত থেকেও একই খবর আসছে ৷ তামিলনাড়ুর চেন্নাই কিংবা কর্ণাটকের বেঙ্গালুরু ফের ছন্দে ফিরেছে ৷ ছন্দে ফেরা ভালো কিন্তু সঙ্গে থেকেই যাচ্ছে ছন্দহীন মৃত্যুর সংগীত ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status