দেশ বিদেশ

চট্টগ্রামে নতুন শনাক্ত ২২৯ আক্রান্ত বেড়ে ২৪২৯

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৩০ মে ২০২০, শনিবার, ১১:৫৪ পূর্বাহ্ন

 চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত হয়েছে ২২৯ জন। মারা গেছেন ৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২৯ জনে। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। গতকাল সকালে এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ৪৫৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন আরো ২২৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৮৫ জন ও উপজেলা পর্যায়ে ৪৪ জন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ১৩৯ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে মহানগর এলাকার ১৩২ জন। বাকি ৭ জন বিভিন্ন উপজেলার। নতুন শনাক্তদের মধ্যে চারদিন বয়সী এক নবজাতকও রয়েছে। গত ২৪শে মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন করোনা রোগী শিশুটির জন্ম দেন। একই সময়ে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মহানগরীর ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৬ জনের পরীক্ষা করে ৪২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন নগরের ও ২৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২২ জনের পরীক্ষা করে ১২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ২৪২৯ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন অন্তত ৬৭ জন। সুস্থ হয়েছেন ১৯৭ জন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ৪৪ জনের মধ্যে লোহাগাড়ার ৭ জন, সাতকানিয়ার ৫ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ২ জন, রাউজানের ২ জন, হাটহাজারীর ২৬ ও সীতাকু-ের ১ জন আছেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status