বাংলারজমিন

বগুড়ায় দুদিনে করোনায় আক্রান্ত ৮৫ জন

বগুড়া প্রতিনিধি

২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

বৃহস্পতিবার আরও ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিনে গত দুই দিনে শুধু বগুড়ায় ৮৫ জন আক্রান্ত হলো। ঈদে বগুড়ার মার্কেটগুলোতে ব্যপক লোকসমাগমের ফল এই উর্ধমূখি পরিসংখ্যান বলে মনে করছেন সচেতন মহল। লাফিয়ে লাফিয়ে করোনা সানাক্তের ফলে বগুড়ার সর্বস্তরের মানুষের মধ্যে ভিতির সঞ্চয় হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন মানবজমিনকে জানিয়েছেন, অধিকাংশই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিন শিশু, চারজন নারী এবং ২৮ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় তিনি এ তথ্য জানান।
ডেপুটি সিভিল সার্জন জানান, আজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৮৮ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে বগুড়ার নমুনা ছিলো ১৮৩ জনের। এর মধ্যে ৩৫ ব্যক্তির নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া সিরাজগঞ্জের পাঁচটি নমুনা ছিলো যার মধ্যে একজনের ফলাফল পজিটিভ এসেছে। বগুড়ায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৮ জন রয়েছেন। এদের মধ্যে চেলোপাড়ার চাষী বাজারের ছয়জন, শিববাটী এলাকার একই পরিবারের চারজন এবং ইতোপূর্বে করোনায় আক্রান্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্সের পরিবারের দুইজন। তারা সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। এছাড়া সদরের বিভিন্ন এলাকার আরো ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। সদরের বাইরে শাজাহানপুরে চারজন, গাবতলীতে চারজন, আদমদীঘিতে চারজন এবং কাহালু, শেরপুর, ধুনট, দুপচাঁচিয়া ও শিবগঞ্জে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
বগুড়ায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৫ জন। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় ১৫২ জন, কাহালুতে ১৪, শাজাহানপুরে ২২ জন, শেরপুরে ১২ জন, গাবতলীতে ২১ জন, সারিয়াকান্দিতে ১১ জন, সোনাতলায় ১১ জন, শিবগঞ্জে ৮ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, আদমদীঘিতে ১০ জন, নন্দীগ্রামে ৪ জন এবং ধুনটে ৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৯ জন সুস্থ হওয়ায় বর্তমানে জেলায় আক্রান্ত রোগী ২৫৫ জন। একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, বগুড়ার একটি মাছের বাজারের ৩১ মাছ ব্যবসায়ী, পুলিশ ২৮জন এবং ডাক্তার আক্রান্ত হয়েছেন ৫জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status