বাংলারজমিন

নীলফামারীতে করোনা রোগী বেড়ে ৯৮

নীলফামারী প্রতিনিধি

২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ৬:০২ পূর্বাহ্ন

সাধারন মানুষের চলাফেরা দেখে বোঝার উপায় নেই এ জেলায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৮ মে সিভিল সার্জন দপ্তরের সর্বশেষ তর্থ অনুযায়ি এ জেলায় ৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২জন। একই সূত্র জানায়, এপর্যন্ত গোটা জেলা থেকে ১৫৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও ২৬ মে পর্যন্ত ১১৮৫ জনের ফল পাওয়া যায়। প্রায় ১৮ লাখ মানুষের এজেলায় করোনা নিয়ে নেই তেমন কোন সচেতনতা। সামাজিত দূরত্ব বজায় রাখার বিষয়টি একেবারে কাগুজে কলমে। হাট-বাজার-দোকান-ব্যবসা প্রতিষ্ঠান কোথাও নেই করোনা আতঙ্ক। নীলফামারী শহরের প্রগতিপাড়া, সবুজপাড়া, বাড়াইপাড়া, জুম্মাপাড়া, উকিলপাড়াসহ বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সব মিলিয়ে নীলফামারী পৌর এলাকাকেই এখন জনা বিশেক রোগীর সন্ধ্যান মিলেছে। উত্তরের এ জেলায় হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে লকডাউন যথাযথ ভাবে পালন না হওয়াকেই দায়ি করছেন অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status