খেলা

যেন নতুন মৌসুম শুরু হচ্ছে:মেসি

স্পোর্টস ডেস্ক

২৭ মে ২০২০, বুধবার, ৮:১৬ পূর্বাহ্ন

ইউরোপে কমতে শুরু করেছে করোনার প্রকোপ। ফিরতে শুরু করেছে ফুটবলও। স্থগিত হওয়া স্প্যানিশ লা লিগা শুরুর সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার। জুনের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে পারে লা লিগা। সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করছে দলগুলো। প্রস্তুত হচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ছয়বারের বর্ষসেরা ফুটবলারের কাছে স্থগিত নয়, যেন শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম।

মেসি বলেন, ‘এই সময়টা কিছুটা অদ্ভুত। মনে হচ্ছে নতুম মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছি। অথচ আমরা স্থগিত মৌসুম শুরু করতে যাচ্ছি। কিন্তু আমার মনে হয়, ক্লাব এবং ফুটবলারদের অনূভুতিটা ভিন্ন।’

দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলে অভ্যস্ত মেসিরা প্রস্তুত হচ্ছেন খালি স্টেডিয়ামে খেলার জন্য। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা আছে মেসির। ২০১৭ সালে লাস পালমাসের বিপক্ষে লা লিগায় দর্শকদের ছাড়াই মাঠে নেমেছিল কাতালানরা। কাতালুনিয়ার স্বাধীনতা প্রশ্নে ১লা অক্টোবর গণভোটের আয়োজন করা হয়। সেদিনই ঘরের মাঠে বার্সেলোনার ম্যাচ থাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বার্সেলোনা। দর্শকদের কোলাহল ছাড়া খেলার বিষয়ে মেসি বলেন, ‘দর্শকদের ছাড়া অনুশীলন করাটা সহজ হলেও তাদের সমর্থন আর কোলাহল ছাড়া ম্যাচ খেলার অভিজ্ঞতাটা অদ্ভুত। বিশেষত ঘরের মাঠের ম্যাচগুলোতে খালি মাঠে খেলাটা বেশ কঠিন হবে। তবে আমাদের চলমান পরিস্থিতি মাথায় রাখতে হবে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status