খেলা

খুন হলেন সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড়

স্পোর্টস রিপোর্টার

২৭ মে ২০২০, বুধবার, ৩:৪৭ পূর্বাহ্ন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে খুন হলেন জাতীয় দলের সাবেক কাবাডি খেলোয়াড় ও রেফারি কাইয়ুম সিকদার। নড়াইলের নড়াগাতি থানার কালিনগর এলাকায় গতকাল ২৬শে মে রাত টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আজ বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে জানানো হয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে খুন হন কাইয়ুম। তার বাবা হাসু সিকদার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। কাইয়ুম বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড় ছিলেন।

একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন কাইয়ুম। ১৯৯৫ সাফ গেমসে জাতীয় দলে অভিষেক। এরপর ১৯৯৮ ও ১৯৯৯ সাফ গেমসেও দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমস ও ২০১০ মাস্কট বিচ গেমসে ছিলেন রেফারির দায়িত্বে। ২০১০ সাল থেকে কাবাডি ফেডারেশনের সর্বশেষ নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ছিলেন কাইয়ুম।

কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কাইয়ুমের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status