কলকাতা কথকতা

কলকাতা কথকতা

আম্ফানের জেরে আরও ছড়াতে পারে করোনা ভাইরাস, হিটলিস্টে কলকাতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৪ মে ২০২০, রবিবার, ১১:১৮ পূর্বাহ্ন

আম্ফানের জেরে কলকাতা পুনর্গঠনের তাগিদে মারণ ভাইরাস করোনা আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা ৷ যেভাবে গাছ কাটার জন্যে, কেবল লাইন এবং বিদ্যুতের লাইন ঠিক করার কাজে লকডাউন ভেঙে মানুষ রাস্তায় নেমে এসেছে তাতে কলকাতায় আগামী কয়েকদিনে করোনা আরও বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ পশ্চিমবঙ্গে রোববার দুপুর পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার চারশো ঊনষাট জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা একহাজার ছ'শো পনেরো জন ৷ রাজ্য সরকারের চেষ্টায় করোনা পজিটিভ এর হার ২.৭ এ নামিয়ে আনা সম্ভব হয়েছে ৷ আগামী কদিনে এটা বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ শহরের বিশিষ্ট ভাইরোলজিস্ট, স্কুল অফ ট্রপিকাল মেডিসিন এর প্রাক্তন ডিরেক্টর ডঃ অমিয় কুমার হাটির মতে, মানুষ কলকাতা পুনর্গঠনে সামাজিক দূরত্ব মানছে না ৷ একসঙ্গে দল বেঁধে কাজ করছে ৷ এদের মধ্যে একজন যদি করোনা আসিমটোমেটিক হয় তাহলে সে একসঙ্গে আট জনকে সংক্রমিত করার ক্ষমতা রাখে৷ এর ফলে, কয়েকদিনের মধ্যে কলকাতায় করোনা আরও বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা৷ উল্লেখ্য সাইক্লোন আম্ফানের জেরে কলকাতা কার্যত খন্ডহরে পরিণত হয়েছে ৷ কলকাতাকে সচল করতে কয়েক হাজার মানুষ পথে নেমেছে ৷ সেই সঙ্গে বেড়েছে করোনা সংক্রমণের আশঙ্কাও ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status