বাংলারজমিন

ইউএস-বাংলার ঈদ উপহার পেলো ৫ হাজার পরিবার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৩ মে ২০২০, শনিবার, ৪:৫৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে ইউএস-বাংলা গ্রুপ। শনিবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভায় অবস্থিত আমেরিকান সিটির অভ্যন্তরে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কমপ্লেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর মেয়রসহ স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যেমে উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।
  ইউএস-বাংলা গ্রুপের জেনারেল ম্যানেজার তানভীর রহমান তানভীর জানান, উপজেলার কাঞ্চন পৌরসভায় ইউএস বাংলা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পূর্বাচল আমেরিকান সিটি, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসসহ বেশকিছু প্রতিষ্ঠান অবস্থিত। তাই নৈতিক দায়িত্ব থেকে ইউএস-বাংলা গ্রুপের পক্ষ থেকে পৌরাঞ্চলের অসহায় কর্মহীন ৫'হাজার পরিবারের মাঝে ঈদের উপহার স্বরুপ আমরা খাদ্য সামগ্রী বিতরন করছি। যা পৌরসভার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের মাধ্যেমে বিতরন করা হবে। এ কারনে আমরা এসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছি। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, প্যানেল মেয়র পনির হোসেন, মফিকুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মিলন মিয়া, পৌর কাউন্সিলর আইয়ুব হোসেন খান, রোকন হোসেন, জামাল হোসেন, আবু নাঈম, ইউএস বাংলা গ্রুপের জেনারেল ম্যানেজার তানভীর রহমান তানভীর, ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ম্যানেজার (ম্যানটেনেন্স) মোবারক হোসেন, ম্যানেজার(এইচআর এডমিন) সারোয়ার আহমেদ প্রমূখ।
    এছাড়া এসময়  ইউএস বাংলা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৫‘শ জন  কর্মকর্তা কর্মচারীদের মাঝেও ঈদ উপহার প্রদান করা হয় হয়।
    উল্লেখ্য- রূপগঞ্জের অবস্থিত মহামারি করোনা ভাইরাস শনাক্তে দেশের প্রথম বেসরকারি গাজী কোভিক-১৯ পিসিআর ল্যাব ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status