বাংলারজমিন

ঘাটাইলে পরিবহন শ্রমিকদের মাঝে ত্রান বিতরণ

ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি

২৩ মে ২০২০, শনিবার, ২:১৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১নং দেউলাবাড়ি ইউনিয়নের অটোরিক্সা,অটো টেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন,পাকুটিয়া শাখার ২৮৫ জন শ্রমিকের মাঝে গরুর গোস্ত, চাউল,চিনি,সেমাই,তৈল সহ প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরন করা হয়। আজ শনিবার(২৩ শে মে) সমিতির উপরের শাড়ির তিন নেতা ও সমিতির যৌথ অর্থায়নে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন টাঙ্গাইল জেলা অটোরিক্সা,অটো টেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন পাকুটিয়া শাখার সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল মালেক মিয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অত্র সমিতির কার্যকরি সভাপতি মোঃশেখ ফরিদ,সহ সভাপতি- মোফাজ্জল হোসেন গেদা,মোঃ বাদশা মৃধা,সাধারন সম্পাদক- মোঃ আমির হামজা,সহসম্পাদক- হাবেল মিয়া,মোঃশাহাদৎ হোসেন,সাংগঠনিক সম্পাদক- মোঃ আসাদুজ্জামান,সড়ক সম্পাদক- মোঃ নজরুল ইসলাম,প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সমিতির সাধারন সম্পাদক মোঃ আমির হামজা বলেন মহামারি করোনা ভাইরাসের কারনে টানা দুই মাসেরও অধিক সময় ধরে শ্রমজীবি তথা শ্রমিক সংগঠনের লোকেরা অত্যান্ত মানবেতর জীবন যাপন করছেন। তারা রাস্তায় নামতে পারছে না,রোজগাড় করতে পারছে না। বড়ই অসহায় অবস্হায় তারা দিনাতিপাত করছেন। আসছে ঈদে তারা পরিবার পরিজনদের মুখে এক বেলা ভাল খাবার তুলে দেয়ার সামর্থ টুকুও আজ তারা হারিয়ে ফেলেছে।কাজেই আমরা মানবিক দিক বিচার করে সিদ্ধান্ত নিয়েছি অন্তত এক বেলা যাতে পরিবার পরিজন নিয়ে তৃপ্তি সহকারে একত্রে বসে সবাই মিলে খেতে পারে তার ব্যবস্হা আমরা গ্রহন করেছি। শ্রমিকদের যে কোন বিপদে আপদে অতীতেও যেমন সমিতির পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে ভবিষতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status