অনলাইন

সৌদি রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা এবং... (ভিডিও)

কূটনৈতিক রিপোর্টার

২২ মে ২০২০, শুক্রবার, ১১:৫৮ পূর্বাহ্ন

বাংলায় প্রচারিত এক ভিডিও বার্তায় ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দূহাইলান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দুই দেশের মানুষের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। প্রাণঘাতি করোনার কারণে সম্পূর্ণ ব্যতিক্রম এক পরিবেশে অত্যাসন্ন ঈদ-উল-ফিরত উদযাপনে প্রস্তুতি নিচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মুসলিম সম্প্রদায়। রোববার সৌদি আরবসহ অনেক দেশে ঈদ উল ফিতর পালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে পর দিন  সোমবার ঈদ হতে পারে।মুসলিম উম্মাহর আবেগের জায়গা পবিত্র মসজিদুল হারাম (মক্কা মুকাররামা) এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) শায়িত আছেন যে মদীনা মুনাওয়ারায়, তা সহ দুনিয়ার সব মসজিদেই এবার নিয়ন্ত্রিতভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রমদ্বান মাসের কারণে সৌদি আরবে বিদ্যমান লকডাউন খানিকটা শিথিল ছিল ২২ শে মে পর্যন্ত। কিন্ত ২৩-২৮ শে মে (ঈদের ছুটির ওই সময়ে) দেশটিতে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সৌদি প্রশাসন। করোনার ভয়াবহতায় সর্বসাধারণকে ঘরে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করতে নির্দেশনা দেয়া হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে,  করোনাকালে পবিত্র দুই মসজিদ মক্কা ও মদীনায়- পাঁচ ওয়াক্ত আযান হচ্ছে। মসজিদের ঈমাম-মুয়াজ্জিন ও খাদেমদাররা (যারা মসজিদ কমপাইন্ডে বাস করেন) জামাতে নামাজ আদায় করছেন। ওই দুই মসজিদে জুম'আ হচ্ছে। পরিস্থিতির কারণে এবারই প্রথম ২০ রাকাতের বদলে ১০ রাকাত করে তারাবিহ'র জামাত হয়েছে এবং ক্বিয়ামুল লাইলও হয়েছে, তবে নিয়ন্ত্রিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status