বিশ্বজমিন

খাশোগির হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার ঘোষণা পরিবারের

মানবজমিন ডেস্ক

২২ মে ২০২০, শুক্রবার, ৫:৪৪ পূর্বাহ্ন

নিহত সাংবাদিক জামাল খাশোগির পরিবার তার হত্যাকারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে খাশোগির ছেলে সালাহ খাশোগি টুইটারে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত ওই টুইটারে বলা হয়, রমজান মাসের পবিত্র  রাতে আল্লাহর এক বাণীর কথা স্মরণ করছি। আল্লাহ বলেছেন, যদি কেউ কাউকে ক্ষমা করে দেয় ও সমন্বয় করে নেয়, তবে তার পুরস্কার আল্লাহই দেবেন। সুতরাং, আমরা শহীদ জামাল খাশোগির পুত্ররা ঘোষণা করছি যে যারা আমাদের বাবাকে হত্যা করেছে তাদের ক্ষমা করে দিচ্ছি। মহান আল্লাহ এর জন্য আমাদের পুরস্কার দেবেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনও সন্ধান পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তবে সৌদি আরবকে এ ইস্যু নিয়ে ফাঁদে ফেলতে তৎপর রয়েছে আঞ্চলিক প্রতিপক্ষ তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান প্রথম থেকেই হত্যার দায় সৌদি আরবের ওপর চাপিয়ে আসছেন। দেশটি আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status