খেলা

সেবা সংস্থা ‘উই ফর দেম’ পাবে আকবরের নিলামের টাকা

স্পোর্টস রিপোর্টার

২২ মে ২০২০, শুক্রবার, ১০:১০ পূর্বাহ্ন

সম্প্রতি জার্সি ও গ্লাভস নিলামে তুলেছিলেন আকবর আলী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক সেই নিলাম থেকে পান ২০০০ ইউএস ডলার। দেশীয় মুদ্রায় যা ১ লাখ ৭০ হাজার টাকার সমপরিমাণ। যদিও এখনো টাকা হাতে আসেনি আকবরের। তবে এই অর্থ তিনি কীভাবে করোনা আক্রান্তদের মাঝে ব্যয় করবেন, সে চিন্তা করে রেখেছেন। 

আকবর জানিয়েছেন, নিলাম থেকে অর্জিত টাকা থেকে বড় অংক দেবেন রংপুরের একটি সেবাসংস্থাকে। সংস্থার নাম ‘উই ফর দেম।’ এই সেবা প্রতিষ্ঠান রংপুরের সাধারণ ও দরিদ্র জনগণ নিয়ে কাজ করে থাকে। দৈনিক মানবজমিনকে আকবর বলেন, ‘আমি নিজে হয়তো সুষ্ঠুভাবে টাকাটা ব্যয় করতে পারবো না। তাই রংপুরের দরিদ্র মানুষ নিয়ে কাজ করে এমন একটি সেবাসংস্থা ’উই ফর দেম’ কে আমি টাকাটা দিয়ে দিবো। তারা কথা দিয়েছে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তা ব্যয় করবে। আমার মনে হয়, এভাবেই সেই টাকার সুষম ব্যবহার হবে। এতে করে নিজ বিভাগের মানুষের জন্য আমারও একটা ছোট অবদান রাখার সুযোগ হলো।’

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম তার শ্রীলঙ্কা সফরে দেশের হয়ে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেন। ব্যাটটি নিলামে কিনে নেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার  শহীদ আফ্রিদি। একই নিলামে ওঠে অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান আকবর আলীর ফাইনাল ম্যাচে পরা জার্সি-গ্লাভসও। যা এক প্রবাসী কিনে নেন দুই হাজার ইউএস ডলারে। এই নিয়ে আকবর বলেন, ‘নিলামের আগে কথা ছিল এখান থেকে অর্জিত অর্থ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার পুরোটা আমি পাবো না। কিছু অংশ দিতে হবে ব্র্যাককে। তবে সেটি দিয়ে বাকি যে টাকা থাকবে তার পুরোটাই আমি ‘ইউ ফর দেম’ কে দিয়ে দিবো।’

আকবর সাধারণ মানুষকে নিরাপদে থাকারও অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমরা যতটা পারছি নিজেদের সামর্থ্য দিয়ে মানুষের পাশে আছি। আমাদেরও তাদের কাছে অনুরোধ থাকবে যেন নিজেরা সচেতন থাকেন। পরিবার ও আশপাশের মানুষকে নিরাপদ রাখেন। কারণ দেশের করোনা ভাইরাসের পরিস্থিতি এখনো খারাপ। দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। তাই সবার সচেতনতা খুব প্রয়োজন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status