কলকাতা কথকতা

কলকাতা কথকতা

সব প্রটোকল ভেঙে, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী কলকাতায়

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২২ মে ২০২০, শুক্রবার, ৯:৫৩ পূর্বাহ্ন

দিদি আহ্বান জানিয়েছিলেন, সাড়া দিলেন মোদী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও প্রটোকলের তোয়াক্কা না করে, সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত সফরে আজ উড়ে আসছেন কলকাতায় ৷ আম্ফান বিধ্বস্ত দক্ষিণবঙ্গ পরিদর্শন করবেন তিনি আকাশপথে ৷ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে করবেন প্রশাসনিক বৈঠক ৷ করোনার লকডাউনের পর মোদীর এই প্রথম দিল্লির বাইরে যাওয়া ৷ পশ্চিমবঙ্গ থেকে তিনি যাবেন ওড়িশায় ৷ উল্লেখ্য, অাম্ফানে রাজ্যে এখন পর্যন্ত পাওয়া হিসেবে আশি জনের মৃত্যু ঘটেছে ৷ বিধ্বস্ত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলা ৷ প্রধানমন্ত্রীর রাজ্য সফরে অন্যান্য বার যেমন প্রটোকল এর হাজার বিধিনিষেধ থাকে এবার সেই নিয়মের বেড়াজাল থাকছে না ৷ বাছাই করা কিছু অফিসার নিয়ে মোদী আসছেন এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ৷ মুখে মাস্ক, হাতে গ্লাভস থাকবে প্রধানমন্ত্রীর ৷ সামাজিক দূরত্ব মেনেই মুখে মাস্ক পরে মুখ্যমন্ত্রী তাঁকে অভিবাদন জানাবেন ৷ এরপর একই হেলিকপ্টারে মোদী এবং দিদি সুন্দরবন, সাগরের অবস্থা দেখে উত্তর চব্বিশ পরগনায় আম্ফানের কামড় দেখে বসিরহাটে এসে নামবেন ৷ সেখানে কর্মসাথী ভবনে হবে প্রশাসনিক বৈঠক ৷ এরপর দমদম হয়ে মোদী উড়ে যাবেন ভুবনেশ্বরে ৷ আকাশপথেই প্রধানমন্ত্রী - মুখ্যমন্ত্রীর বৈঠক হবে ৷ মোদীর কাছে মমতা রাজ্যের প্রাপ্য তিপান্ন হাজার কোটি টাকা চাইবেন ৷ এছাড়াও আম্ফান বিধ্বস্ত বাংলার জন্যে অর্থসাহায্যও চাইবেন ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status