বিশ্বজমিন

চুমু খাওয়ার ছবি পোস্ট করে গ্রেপ্তার ইরানি এথলেট

মানবজমিন ডেস্ক

২১ মে ২০২০, বৃহস্পতিবার, ৩:২৩ পূর্বাহ্ন

গার্লফ্রেন্ডকে চুমু খেয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করায় গ্রেপ্তার হয়েছেন এক ইরানি এথলেট। বুধবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে তেহরান পুলিশ। ওই এথলেটের নাম আলি রেজা। তিনি একটি ছাদে বসে তার গার্লফ্রেন্ডকে চুমু খেয়ে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তেহরান পুলিশ জানিয়েছে, তারা শিগগিরই আলি রেজার গার্লফ্রেন্ডকেও গ্রেপ্তার করতে যাচ্ছে। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। আলি রেজার ভাই জানিয়েছেন, গত সোমবার তার ভাইকে গ্রেপ্তার করা হয়। তিনি যে ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তাতে দেখা যাচ্ছে, তার গার্লফ্রেন্ডকে তিনি একটি ছাদের ওপরে দাঁড়িয়ে চুমু খাচ্ছেন। পেছনে পুরো তেহরান শহরটি তখন দেখা যাচ্ছিলো। ক্যাপশনে লেখা ছিল, ‘তেহরানের সন্ধ্যা’। তার ইনস্টাগ্রামে রয়েছে লক্ষাধিক ফলোয়ার্স বা অনুসারী। তেহরানের পুলিশ প্রধান সরদার হোসেইন রাহিমি বলেন, আমরা খেলার বিরুদ্ধে নই। তবে আমরা ‘অশ্লীল’ কাজের পক্ষেও নই। অতি রক্ষণশীল দেশটিতে বরাবরই নাগরিকদের স্বাভাবিক কাজকর্মের জন্য বল প্রয়োগের ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গবেষক লিয়া দফতরি বলেন, ইরানের মতো রাষ্ট্রের জন্য এটি নতুন কিছু নয়। দেশটির সরকারের উদ্দেশ্য সবসময়ই ছিলো নাগরিকদের ভীতি প্রদর্শন ও হেনস্থা করা। তারা প্রেম, সঙ্গীত, নাচ, কবিতা ও আধুনিক জীবনের বিরুদ্ধে কাজ করে গেছে সবসময়। ইরানের বিতর্কিত ‘লিগ্যাল সিস্টেম’ মানুষের মানবাধিকারের বিভিন্ন প্রাথমিক দিক লঙ্ঘন করে বলে অভিযোগ রয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর। দেশটিতে অবিবাহিত যুগলদের মধ্যে কোনো ধরণের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। সমকামিতার জন্য রয়েছে মৃত্যুদণ্ডের বিধান। অপরদিকে নারীদের জোরপূর্বক বাধ্য করা হয় হিজাব পরিধানে। ইরানের বর্তমান সরকারকে লিঙ্গভিত্তিক বর্ণবাদের দায়ে অভিযুক্ত করেছেন অনেক সমালোচক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status