বাংলারজমিন

সিলেটে লাফিয়ে বাড়ছে করোনা, আক্রান্ত আরও ২২

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০ মে ২০২০, বুধবার, ১১:৪২ পূর্বাহ্ন

সিলেট জেলা লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ইতিমধ্যে বিভাগের হটস্পটে পরিনত হয়েছে সিলেট জেলা। বুধবার একদিনে জেলা করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন- সিলেটে লকডাউন না মানার কারনেই দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন শহর ও গ্রামে সমানতালে বাড়ছে রোগীর সংখ্যা। এতে করে সামাজিক ট্রান্সমিশনের আশঙ্কাও করা হচ্ছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের বুধবার দিনে ও রাতে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।

বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিলো তাতে জানানো হয়েছিলো সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮৫জন। নতুন ২২ জন মিলে এখণ করোনা আক্রান্তের মোট সংখ্যা ২০৭। এর মধ্যে অন্তত ২০ জন করোনা আক্রান্ত রোগী সিলেটের আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status