বাংলারজমিন

ওসমানীনগরে মানা হচ্ছে না নিরাপদ দূরত্ব, বাড়ছে ঝুঁকি

জয়নাল আবেদীন, ওসমানীনগর (সিলেট) থেকে

২০ মে ২০২০, বুধবার, ১০:৩৪ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ বেড়েই চলেছে ওসমানীনগরে। ইতোমধ্যে উপজেলার দয়ামীর, গোয়ালাবাজার ও তাজপুর এলাকায় ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও একজনের। কিন্তু এরপরও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হচ্ছে না।
এখনও হাট-বাজারগুলোর মূল সড়ক জনশূন্য থাকলেও বাজারের অলি-গলিতে সুরক্ষাহীন সাধারণ মানুষের উপচেপড়া ভিড়, স্টলগুলোতে তরুণ ও কিশোরদের ছুটির মেজাজে আড্ডাবাজি পরিলক্ষিত হচ্ছে। অনেকে নিয়ম রক্ষায় মাস্ক থুতনিতে ঝুলিয়ে রাখছেন।
করোনার সংক্রমণ রোধে উপজেলার প্রধান ব্যবসাকেন্দ্র গোয়ালাবাজারে সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও থামছে না জনস্রোত। প্রতিদিন সকাল থেকেই গোয়ালাবাজার হাজারো লোকে লোকারণ্য হয়ে উঠে। এদিকে বাজার বন্ধ ঘোষণা করা হলেও অনেক ব্যবসায়ী সার্টার নামিয়ে গোপনে ব্যবসা করছেন। ক্রেতা এলে বাইরে থেকে শার্টার তুলে দোকানে প্রবেশ করানো হচ্ছে। অন্যদিকে, উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র তাজপুর ও দয়ামীর বাজারে কোন প্রকার সুরক্ষা ছাড়াই জমে উঠছে ঈদ বাজার। সরকারী স্বাস্থ্যবিধি ও পারস্পরিক দূরত্ব মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ থাকলেও বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মধ্যে তেমন সচেতনতা চোখে পড়ছে না। লকডাউন পরিস্থিতিতে উপজেলার বুরুঙ্গা বাজারের ফুটপাতে কাপড়/জুতো নিয়ে নিয়মিত বসছেন ভাসমান বিক্রেতারা। এতে ভাইরাস দ্রুত সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, করোনা মহামারি জনস্বাস্থ্যের জন্য হুমকি। বিশ্বজুড়ে ছড়িয়েপড়া করোনা সংক্রমণ রোধে জনসচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ভিড় এড়িয়ে চলতে হবে। করোনা ভয়াবহ সংক্রামক হওয়ায় মাস্ক, গ্লাভসের ব্যবহার ও ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। ব্যবসা পরিচালনা করলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। কিন্তু অনেকক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না। এসব ব্যাপারে শিগগির অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে ওসমানীনগরে করোনায় আক্রান্ত ৩ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আক্রান্তরা চিহ্নিত হবার পূর্বে যাদের সাথে মিশেছেন বা ঘুরেছেন তাদের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে করোনা। কিন্তু এলাকার লোকজন এখনো করোনা সতর্কতায় উদাসীন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status