স্টাফ রিপোর্টার
অনলাইন (৮ মাস আগে) মে ২০, ২০২০, বুধবার, ১০:০৯ পূর্বাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের কর্মকর্তা আতাহার আলী খানকে চাকুরিচ্যুত করা হয়েছে। বুধবার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার চাকরিচ্যুতির এই অফিস আদেশ স্বাক্ষর করেন।
এর আগে মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনেই ডিএসসিসির দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ব্যারিস্টার শেখ তাপস। এর দুইদিন পর আজ রাজস্ব বিভাগের এই কর্মকর্তা কেও চাকুরিচ্যুত করা হয়।
আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এরপর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরী বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ (২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকুরী হতে অপসারণ করা হলো। তিনি বিধিমোতাবেক ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন। তাকে এ করপোরেশনের হিসাব বিভাগের সাথে অতিসত্তর যোগাযোগ করে সকল দেনা পাওনা বুঝে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।