বিশ্বজমিন

দুটি শহর দখলের দাবি লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের

মানবজমিন ডেস্ক

২০ মে ২০২০, বুধবার, ১১:০৬ পূর্বাহ্ন

জাতিসংঘ স্বীকৃত লিবিয়া সরকারের সেনারা দুটি শহর দখল করে নেয়ার দাবি জানিয়েছে। তিউনিশিয়া সীমান্তে থাকা ওই দুটি শহর দখলের বিষয় নিশ্চিত করে ফেসবুকে পোস্ট করেছে গভার্নমেন্ট অব ন্যাশনাল একর্ড বা জিএনএ। ওই অঞ্চলে সামরিক কমান্ডার খলিফা হাফতারের শক্তিশালি সমর্থন রয়েছে। গত এপ্রিলে শুরু হওয়া হাফতার বিরোধী অভিযানে তার থেকে ওই শহরগুলো দখলে নেয়ার দাবি জানিয়েছে জিএনএ। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে জিএনএ’র মুখপাত্র বলেন, আমাদের ‘বীরেরা’ বাদের ও তিজি শহরে প্রবেশ করে তার দখল নিয়েছে। গত সোমবার তারা রাজধানী ত্রিপোলির দক্ষিণে থাকা আল-ওয়াতিয়া বিমান ঘাঁটি দখলে নেয়। ২০১৪ সাল থেকে এই ঘাঁটি হাফতারের নিয়ন্ত্রণে ছিলো। বিশ্লেষকরা বলছেন, এই ঘাঁটি হারানোর কারণে বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে হাফতার ও তার সেনারা। তবে হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র জানিয়েছে, তারা ওই ঘাঁটি রক্ষায় কোনো যুদ্ধ করেনি। এটি তারা নতুন কৌশলের কারণে এমনিতেই পরিত্যক্ত ঘোষণা করেছে। এখানকার আধুনিক সকল প্রযুক্তিও স্থানান্তর করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status