খেলা

এএফসির কোটা কমে যাচ্ছে বাংলাদেশের!

স্পোর্টস রিপোর্টার

২০ মে ২০২০, বুধবার, ১২:২৬ অপরাহ্ন

স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বাতিলের পর থেকেই আগামী মৌসুমের এএফসি কাপ নিয়ে  জটিলতা সৃষ্টি হয়েছে। এশিয়া অঞ্চলের ক্লাব পর্যায়ের অন্যতম জনপ্রিয় এই আসরটিতে কোটা কমার সম্ভাবনা বাংলাদেশের!  দুটো স্লট থেকে একটি স্লট হারাতে পারে বাংলাদেশ!
বাংলাদেশের হয়ে দুটি ক্লাব অংশ নিতে পারে এএফসি কাপ ফুটবলে। প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হিসেবে একটি দল সরাসরি গ্রুপ পর্বে খেলতে পারে যেমনটি এবার খেলছে বসুন্ধরা কিংস। আর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হলে প্লে-অফ খেলার সুযোগ থাকছে যেমনটি এবার ঢাকা আবাহনী খেলেছে। তবে এবার লীগ পরিত্যক্ত ঘোষণা করে দেয়ায় চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়ার সুযোগ থাকছে না। যার কারণে এএফসি কাপে সুযোগ পেতে যে নিয়ম অনুসরণ করতে হয় তা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে আগামী মৌসুমের এএফসি কাপের ফুটবলে সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ।
এ বিষয়ে বাফুফের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘যেকোন ক্লাব চাইলে তো খেলতে পারবে না। যে সময়টা আসবে হয়তো তিন থেকে চার মাস পরে তখন বাস্তবতাই বলে কী সিদ্ধান্ত আসবে। তখন এমন হইতে পারে তিনটা ক্লাবের কারো প্রিপারেশন নাই হইতে পারে, চতুর্থ ক্লাব হয়তো প্রস্তুত খেলার ব্যাপারে। ক্লাবের অবস্থান বুঝে সিদ্ধান্ত নিবো। এমন দলকে দিবো না যারা ১০ টা গোল খেয়ে বসবে।’ কথাগুলো তিনি বলছিলেন এবার লীগের এএফসি কাপের দৌড়ে থাকা দলগুলোকে বিবেচনা করে। পরিত্যক্ত হওয়া লীগে ছয় রাউন্ড শেষে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, সাইফ স্পোর্টিং ক্লাব, মোহামেডান-বসুন্ধরা কিংসসহ শীর্ষ দলগুলো শিরোপার দাবিতে লড়াই করছে। পয়েন্ট টেবিলে এক দল আরেক দলের ঘাড়ে নিশ্বাস ফেলছে। এই অবস্থায় বাতিলের ঘোষণা আসলো। বাতিলের সিদ্ধান্ত কি এএফসির নিয়মের বিপরীতে অবস্থান করছে কী না প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেন, ‘আমরা যা করি এএফসি গাইডলাইন মেনেই করি। এএফসির কাছে কিন্তু জানিয়েই করেছি বৈঠক করেছি। সিদ্ধান্ত নিয়েছি। যখন এএফসির টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় আসবে আমরা গাইডলাইন মেনেই দলের নাম পাঠাবো।’ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে এ বিষয়ে নির্বাহী কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status