শেষের পাতা

দোহার-নবাবগঞ্জের ৬১০০০ পরিবার পেলো সালমান এফ রহমানের সহায়তা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২০ মে ২০২০, বুধবার, ১১:৫৮ পূর্বাহ্ন

করোনায় কর্মহীন ও অসহায় দোহার-নবাবগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে ৬১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ফজলুর রহমান ফাউন্ডেশন। সরকারি বরাদ্দ চাল ছাড়াও সালমান এফ রহমানের নিজস্ব অর্থায়নে বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। এতে করে এ উপজেলার কর্মহীন, অভাবগ্রস্ত, দুস্থ, অসহায়, ও হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাচ্ছেন। নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮ হাজার এবং দোহার উপজেলার ৭টি ইউনিয়ন ১টি পৌরসভায় ৩৩ হাজার পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ উপহার সামগ্রী ৮ হাজার পরিবার এবং শিশু খাদ্য ৫৫০০ পরিবারকে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নবাবগঞ্জ উপজেলার ৯৮১০টি পরিবার এবং দোহারে ৮৮৮৫টি পরিবার প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সুবিধার আওতায় এসেছেন। এর ফলে মানুষের মাঝে দুর্ভোগ বহুলাংশে লাঘব হবে। তালিকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষকে রাখা হয়েছে। এ ব্যাপারে কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল জানান, আমরা সালমান এফ রহমান এমপির মতো কীর্তিমান মানুষ পেয়ে নিজেদের খুবই ভাগ্যবান মনে করছি। দেশবরেণ্য শিল্পপতি হয়েও তিনি জন্মস্থানকে ভুলে যাননি। যেকোন বিপদেই আমরা তাদের পাশে পেয়েছি। আমি কলাকোপা তথা নবাবগঞ্জবাসীর পক্ষ হতে তাদেরকে ধন্যবাদ জানাই। দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, দোহার নবাবগঞ্জ উপজেলার অভিভাবক ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান স্যারের দিকনির্দেশনায় অসহায় দোহারবাসীর পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। সরকারি ত্রাণের চাল ছাড়াও এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৩ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা অব্যাহত আছে ।  ঈদ উপহার হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রায় ৮ হাজার পরিবারকে দেয়া হয়েছে। শিশু খাদ্য ৫৫০০ পরিবারকে দেয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অসহায়দের নগদ আর্থিক সুবিধার আওতায় ৮৮৮৫টি পরিবার পাবেন। সাহায্য সহযোগিতা যেভাবে চলমান রয়েছে তাতে করে দোহারে খাদ্য ও মানবিক সমস্যা হবে না ।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, এ উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৬টি ওয়ার্ডে ২৮ হাজার পরিবারকে সরকারি ত্রাণের চাল ছাড়া এমপি মহোদয়ের আর্থিক সহযোগিতায় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সুবিধার আওতায় বিভিন্ন শ্রেণী পেশার ৯ হাজার ৮১০টি পরিবার এ সুবিধা পাবেন। বিশেষ নজরদারি নিখুঁতভাবে যাচাই বাছাই করে নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এবং প্রকৃত যারা প্রাপ্য তারা যেন তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। সাহায্য সহযোগিতা যেভাবে অব্যাহত আছে আশা করি মানুষের দুর্দশা অনেকাংশ লাঘব হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status