বিনোদন

ভুয়া খবরে ক্ষুব্ধ কোয়েল

বিনোদন ডেস্ক

২০২০-০৫-১৯

কোনো রকম গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য, এ মন্তব্য কোয়েল মল্লিকের। সদ্য মা হয়েছেন এ টলিউড অভিনেত্রী। চুটিয়ে মাতৃত্বও উপভোগ করছেন তিনি। কিন্তু এর মধ্যেই একগুচ্ছ গুজব রটেছে কোয়েল এবং তার সদ্যজাত সন্তানকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়া খবরে এতটাই  বিরক্ত হয়ে গিয়েছেন অভিনেত্রী যে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। কোয়েলকে সাধারণত কোনো  দিনই কোনো বিষয়ে খুব একটা প্রতিক্রিয়া দিতে কিংবা গুজব নিয়ে মুখ খুলতে দেখা যায় না। এসব তিনি বরাবরই এড়িয়ে চলার পক্ষপাতী। তার ব্যক্তিগত জীবনকেও তিনি সোশ্যাল মিডিয়ার আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে এবার বেজায় রেগে গিয়েছেন অভিনেত্রী। বরাবরের অভ্যেস ত্যাগ করে সরব হয়েছেন ভুয়া খবর কিংবা রটনার বিরুদ্ধে।  ঠিক কী হয়েছে? জানা গেছে, কোয়েলের সন্তান অসুস্থ উল্লেখ করার পাশাপাশি তাকে নিয়ে  সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল। অনেকেই তা দেখে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন। এমনিতেই করোনা আবহে মানুষকে নানা চিন্তা ঘিরে রেখেছে। উপরন্তু এসব খবরে নেতিবাচক একটা প্রভাব যে পড়ছেই, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেসব কদর্য, কুরুচিকর পোস্টের বিরুদ্ধেই মুখ খুলেছেন অভিনেত্রী। কোয়েলের কথায়, আমি সবসময় আমার এব খুব কাছের মানুষদের নিয়ে ভুয়া খবরে চুপ থেকেছি।  কারণ সেটাই যথাযথ মনে হয়েছে। আমার একান্ত অনুরোধ দয়া করে কোনো রকম গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আপনারা ভালো থাকুন, অন্যদেরও ভালো রাখুন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status