কলকাতা কথকতা

কলকাতা কথকতা

সুপার সাইক্লোনের চেহারা নিয়ে সাইক্লোন আম্ফান আছড়ে পড়বে বুধবার

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২০-০৫-১৯

সুপার সাইক্লোনের শক্তি নিয়ে বুধবার বিকেলে ঘূর্ণিঝড় আম্ফান আছড়ে পড়বে ভারতের দীঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে ৷ এর ফলে লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা ভারত ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের৷ ভারতীয় আবহাওয়া দফতর গতকাল রাত সাড়ে দশটায় যে রেখাচিত্র প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে আম্ফান ভারতের পারাদ্বীপ এর দক্ষিণে সাতশ নব্বই কিলোমিটার, দিঘার দক্ষিণ পশ্চিমে নশো চল্লিশ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ পশ্চিমে একহাজার ষাট কিলোমিটার দূর থেকে এগিয়ে আসছে৷ ঝড়ের গতি ঘন্টায় দুশো ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার৷ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ওড়িষার জগৎসিংহপুর, বালেশ্বর, কেন্দ্রপাড়া এবং ভদ্রকের ৷ কলকাতা, দুই চব্বিশ পরগোনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরেও ক্ষতির পরিমাণ খুব সামান্য হবেনা ৷ বাংলাদেশের খেপুপাড়া, হাতিয়া সংলঙ্গ দ্বীপগুলি বিধ্বস্ত হতে পারে ৷ ভারত এবং বাংলাদেশ সরকার ঝড়ের এই তান্ডব সম্পর্কে সচেতন ৷ গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ দু দেশেই উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে অধিবাসীদের সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে, আছড়ে পড়ার সময় এই সুপার সাইক্লোন কিছুটা দুর্বল হলেও ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় একশো আশি কিলোমিটার যেটি আঘাত হানার পক্ষে পর্যাপ্ত ৷ গতবছর অক্টোবরে সাইক্লোন কিয়ার আসার পর এত দ্রুত আর একটি সুপার সাইক্লোন আসায় বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাজ ৷ তবে, বঙ্গোপসাগর থেকে উদ্ভূত শেষ সুপার সাইক্লোন এসেছিলো উনিশশো নিরানব্বই সালে ৷ এই সুপার সাইক্লোন ওড়িশা উপকূলে প্রাণ নিয়েছিল দশ হাজার মানুষের ৷ আম্ফান তার থেকে ভয়ঙ্কর হবে নাতো?
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status