বিশ্বজমিন

করোনা অনুদানে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে ভারতীয় মুসলিম বিলিয়নার

মানবজমিন ডেস্ক

১৮ মে ২০২০, সোমবার, ৯:১০ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় অনুদানদাতা হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় বিলিয়নার আজিম প্রেমজি। গত মাসের ১৫ তারিখ মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। ওই প্রতিবেদন অনুসারে, করোনা মোকাবিলায় ১৩ কোটি ২০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন প্রেমজি। অনুদানকারীদের তালিকার শীর্ষ দশে থাকা এশীয় অঞ্চলের একমাত্র বিলিয়নার তিনি। পুরো তালিকাতে সংখ্যাগরিষ্ঠ মার্কিন ধনকুবেররা। তালিকার শীর্ষে রয়েছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মী জ্যাক ডরসি। তিনি ঘোষণা দিয়েছেন ১০০ কোটি ডলার অনুদানের। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস ২৫ কোটি ৫০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রতিবেদনটিতে বলা হয়, করোনা মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে কোটি কোটি ডলার অনুদান দিয়েছেন ধনকুবেররা। কেউ কেউ আবার নিজেদের প্রতিষ্ঠান বাঁচাতে অর্থ খরচ করছেন। মার্চ থেকে বিলিয়নারদের অনুদানের হিসাব রাখা শুরু করে ফোর্বস। তারা জানায়, বিশ্বের বেশিরভাগ বিলিয়নাররা প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিশ্বের বেশিরভাগ বিলিয়নারই অনুদান দেয়ার ঘোষণা দেননি বা কী পরিমাণ অর্থ দিয়েছেন তা প্রকাশ করেননি। তবে অন্তত ৭৭ জন বিলিয়নার করোনা মোকাবিলায় অর্থ দিয়েছেন। এদের মধ্যে ৫৪ জন নিজেদের অনুদানের সম্পূর্ণ বা আংশিক পরিমাণ প্রকাশ করেছে। বাকি ২৩ জন অনির্দিষ্ট পরিমাণের অর্থ বা অন্যভাবে সহায়তা দিয়েছেন যার পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি। ফোর্বসের তালিকা অনুসারে, ডরসি করোনা মোকাবিলায় ত্রাণ ও অন্যান্য সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন। বিল ও মেলিন্ডা গেটস তাদের অর্থ দিয়েছেন চিকিৎসা ও টিকা তৈরির চেষ্টায় সহায়তা হিসেবে। এদিকে, আজিম প্রেমজি মানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবার জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যম অনুসারে, প্রেমজির গত এপ্রিলে ১ হাজার ১২৫ কোটি রূপি অনুদানের ঘোষণা দেন। এর মধ্যে আজিম প্রেমজি ফাউন্ডেশন ১ হাজার কোটি রূপি, উইপ্রো ১০০ কোটি রূপি ও উইপ্রো এন্টারপ্রাইজগুলো ২৫ কোটি রূপি দেয়ার ঘোষণা দিয়েছে। ফোর্বসের তালিকায় তারা ছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছে, মাইকেল ব্লুমবার্গ, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, বিশ্বখ্যাত মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ১ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়ে ট্রাম্প রয়েছেন তালিকার একেবারে তলানিতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status